ভিনিসিয়ুসের জোড়া গোলে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ
লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের সর্বশেষ দেখায়ও মাঠে সৃষ্টি হয়েছিল অস্থিতিশীল পরিস্থিতি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিওরকে হতে হয়েছিল প্রচুর ফাউল এবং বর্ণবাদের শিকার। মেজাজ হারিয়ে শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। এবার সেই ভিনিসিয়ুসই দলকে হারের মুখ দেখা থেকে রক্ষা করলেন, তায় আবার ম্যাচের অন্তিম মুহুর্তে।
আগের ম্যাচটি ভ্যালেন্সিয়া ১-০ গোলে জিতে নিলেও এবার শেষ মুহুর্তের গোল হজম করে ২-২ গোলে তারা ড্র করেছে ম্যাচটি। তবে রিয়াল মাদ্রিদের শেষ মুহুর্তের গোলটি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল সবাই। ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠেছিল রিয়াল। যখন পেলান্টি বক্সে ক্রস করা হলো, ঠিক তখনই রেফারি বাজালেন ম্যাচ শেষ করার লম্বা বাঁশি। কিন্তু হাওায় ভাসা বলকে তো আর থামানো সম্ভব না। সেটি জুড বেলিংহামের মাথা ছুঁয়ে এরই মধ্যে চলে গিয়েছিল জালের ভেতর। কিন্তু ততক্ষণে যেহেতু ম্যাচ শেষ, গোলটাও তাই হিসেবের মধ্যে ধরা হলো না।
এরপর রিয়ালের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে ঘিরে ধরলেন রেফারিকে। যেহেতু বেলিংহামের গোলটি বাতিল হয় তাই তিনিই ছিলেন বেশি আগ্রাসী, যার ফলস্বরূপ তাকে দেখতে হয় লাল কার্ড।
এদিন ম্যাচের দখল শুরু থেকে রিয়ালের হাতেই ছিল, তারা খেলছিলও বেশ ছন্দে। কিন্তু ৩ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫০ ও ৭৬তম মিনিটে দলের হয়ে গোল আদায় করে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল ভ্যালেন্সিয়া, তবে ভিএআরের সুবাদে বাতিল হয় সেটি, সেই যাত্রায় রক্ষা পায় রিয়াল। অবশেষে নাটকীয় ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
এই ম্যাচে ড্রয়ের পরও ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভ্যালেন্সিয়া।