মেসির ৫০০তম গোল, সুয়ারেজ ঝলকে উড়ে গেল অরল্যান্ডো

মেসির ৫০০তম গোল, সুয়ারেজ ঝলকে উড়ে গেল অরল্যান্ডো

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর সেই অর্থে নজরটা নিজের দিকে টানতে পারছিলেন না লুইস সুয়ারেজ। চোট কাটিয়ে ফিরতে মেসিও যেন সময় নিচ্ছিলেন। অবশেষে দু’জনেই ফিরলেন, তাও একই ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে। আর তাতেই ডার্বিতে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

এদিন মেসি-সুয়ারেজ দু’জনেই পেয়েছেন জোড়া গোলের দেখা। তাদের যুগলবন্দী মনে করিয়ে দিচ্ছিল বার্সার সেই সোনালি সময়টাকেও। তাদের সঙ্গে গোলে সামিল হতে না পারলেও সহায়তা করে সামিল হয়েছিলেন জর্ডি আলবাও। আর তাতেই দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে পেয়েছে বড় জয়। তাতে ৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মায়ামি।

এদিন ম্যাচ শুরুর ১১ মিটিরে মাথায় মৌসুমে নিজের প্রথম জোড়া গোল আদায় করেন সুয়ারেজ। তার দিনে দ্বিতীয়ার্ধটা রাঙান মেসি। ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে পরপর দুই গোল করে লিগ ফুটবলে নিজের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। নাম লেখান রোনালদোর করা পাঁচশ লিগ গোলের রেকর্ডে।

রোনালদো অবশ্য বহু আগেই এই কীর্তি নিজের করে নিয়েছেন। ক্লাব ফুটবলে ৬৮৭ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৫৩৪টি। অন্যদিকে মেসির এই সংখ্যাটা ৫৮৭ ম্যাচে ৫০০। তবে গোলের বিচারে রোনালদো এগিয়ে থাকলেও গোলে অ্যাসিস্টে বেশ এগিয়ে মেসি। রোনালদোর যেখানে ১৫৫ টি অ্যাসিস্ট, সেখানে মেসির সংখ্যাটা ২২৫।

লিগ ফুটবলে ৫০০তম গোলের মাইলফলক ছুঁয়ার পথে মেসি সবচেয়ে বেশি লা লিগায় বার্সেলোনার হয়ে ৪৭৪টি গোল করেছেন। এরপর ফরাসি লিগ ওয়ানে পিএসজির হয়ে গোল করেছেন মোট ২২টি। এরপর মেজর লিগ সকারে নাম লেখানোর পর ইন্টার মায়ামির হয়ে করেছেন ৪ গোল। তাতেই পাঁচশ লিগ গোলের মাইলফলক নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্পর্কিত খবর