বিলবাওয়ের মাঠে হোঁচট খেল বার্সা

বিলবাওয়ের মাঠে হোঁচট খেল বার্সা

জিরোনাকে টপকে লিগ পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করার বড় সুযোগ ছিল বার্সেলোনার কাছে। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারল না জাভি হার্নান্দেজের দল। বিলবাওয়ের মাঠে আক্রমণ পালটা আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূণ্য ড্র হয়েছে।

এদিন ম্যাচের শুরু থেকেই পরিস্থিতি নিজেদের পক্ষে রেখে খেলতে থাকে বার্সেলোনা। বেশ কিছু আক্রমনের সুযোগও তৈরি করে ফেলেন গুন্দোয়া, ক্রিস্টেনসেন, কানসেলোরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। তবে সফরকারীদের বড়সড় ধাক্কা খেতে হয় দুইজন খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়ার পর।

চোট পাওয়ার পর ডি ইয়ং

২৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে অ্যাংকেলে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্র্যাংকি ডি ইয়ং। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে আবারও চোট পান স্পেনের তারকা খেলোয়াড় পেদ্রি। তিনি কিছুদিন আগেই বেশ বিপদজনক একটি চোট কাটিয়ে আবার মাঠে নেমেছিলেন। সেই হ্যামস্ট্রিংয়ের চোটে এখনও ভুগতে হচ্ছে তাকে। ছোট এই ক্যারিয়ারে বড় একটা সময় চোটেই আক্রান্ত ছিলেন তিনি। টিভির পর্দায় এও দেখা যায় যে মাঠ ছেড়ে বেঞ্চে বসে কাঁদছেন এই তরুণ।

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন পেদ্রি

বল শুধু মাঠের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করলেও শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে। ২৭ ম্যাচে ১৭ জয় ও ৭ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে জিরোনা। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ।

সম্পর্কিত খবর