কমলা জার্সিতে কী মাঠে নামবে ভারত? বেরিয়ে এলো আসল সত্যিটা

ক্রিকেট বিশ্বকাপের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ হলেও, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা ভারত বনাম পাকিস্তানের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইতিমধ্যেই ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের যাত্রা শুরু করেছে। অন্যদিকে, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে এই টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। আগামী ১৪ ই অক্টোবর হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারতের হাই-ভোল্টেজ ম্যাচ। তবে তার আগেই ভারতীয় দলের জার্সির বিষয়ে গুজব নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো একটা স্পষ্ট বার্তা।

৮ অক্টোবর ভারতীয় দল বিশ্বকাপের একটি দুরন্ত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করেছিল। ভারতের হয়ে ব্যাট হাতে জাদু দেখিয়েছিলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। অন্যদিকে, বল হাতে অস্ট্রেলিয়া ব্যাটিং বিপর্যয় ডেকে এনেছিলেন রবীন্দ্র জাদেজা। রাহুল ১১৫ বলে ৯৭ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। তবে সবার নজর এখন ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেই। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারত পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে পরাজিত করেছিল। ফলে এমনিতেই পাকিস্তান বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ভারতের থেকে।

এর পাশাপাশি একদিনের বিশ্বকাপে ভারতীয় দল একবারও পাকিস্তানের বিপক্ষে কিন্তু হারেনি। ফলে এবারের ফেভারিট স্বাভাবিকভাবেই ভারত। আর সেই ম্যাচেই নাকি ভারত নিজেদের নীল নয় বরং পরিবর্তিত কমলা রঙের জার্সি পরে মাঠে নামতে পারে। গতবারের বিশ্বকাপে ভারতকে একবার পরিবর্তিত জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে কমলা রঙের জার্সিতে ইতিমধ্যেই অনুশীলন সেরে নিয়েছেন বিরাট, রোহিতরা। আর এবার কি সেই রঙের জার্সি পরেই আমেদাবাদে চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে? মেন ইন ব্লু না এবারে কি মেন ইন অরেঞ্জ মাঠে নামবে? যদিও বিসিসিআই এর পক্ষ থেকে এই সব রিপোর্টকে একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিষ শেলার জানিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপে ভারতীয় দল কোন পরিবর্তিত জার্সি পরবে না। বিশ্বকাপটা ভারতেই হচ্ছে এবং তারা সবসময় নীল রঙের জার্সি পরেই প্রতিটি ম্যাচ খেলবে। প্র্যাকটিস কিট অন্য রঙের হতে পারে, তবে আসল জার্সি নীল থাকবে। এএনআই এর সঙ্গে কথা বলার সময় আশিষ জানান, 'পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিবর্তিত জার্সি পরে মাঠে নামার সমস্ত রিপোর্ট ভুল বলেই জানাতে চাইছি আমি। এই রিপোর্টগুলোর মধ্যে কোন সত্যতা নেই। কেউ একটা নিজের মনগড়া গল্প তৈরি করে ভারতীয় দলের উপরে চাপিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট দল নিজেদের নীল জার্সি পরেই এই বিশ্বকাপ খেলবে।'

আমেদাবাদে সুবিশাল স্টেডিয়ামে ২ চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সময় যে গ্যালারি রীতিমতো উপচে পড়বে তা বলাই বাহুল্য। লক্ষাধিক দর্শকের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সব টিকিট অবশ্যই একবারে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। বরং ধীরে ধীরে কিছু কিছু করে টিকিট ছাড়া হয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফ থেকে। রবিবার ভারত পাকিস্তান ম্যাচের জন্য ১৪ হাজার টিকিট বিক্রি করার কথা বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাটি ঘোষণা করেছে বিসিসিআই। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের টিকিট কিনতে পারবেন।

খেলার দুনিয়া | ফলো করুন :