রেকর্ড গড়ে শেফিল্ডের জালে আর্সেনালের গোল উৎসব
চলুন একটু ঘুরে আসি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে আর্সেনালের আগের দুই ম্যাচের স্কোরলাইনের দিকে। গত ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট হ্যামের মাঠে ৬-০ এবং ১৭ ফেব্রুয়ারি বার্নলির মাঠে ৫-০ ব্যবধানের জয়। এবার ধ্বংসযজ্ঞ চালানোর পালা শেফিল্ড ইউনাইটেডের মাঠে। সেখানেও পুরো হাফ ডজন গোল করলো গানাররা।
শেফিল্ডের মাঠে ৬-০ ব্যবধানে জয়ের দিকে অনন্য এক রেকর্ডও গড়ল মিকেল আর্তেতার দল। ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা তিন ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।
ম্যাচ শেষে আর্তেতার কথায় প্রকাশ পেল রেকর্ড গড়া এই জয়ে নিজের উচ্ছ্বাস। এবং সুযোগ মিস করলে আরও কয়েকটি গোল পেতে পারত তার দল। সেখানে আর্তেতা বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। শুরুর দিকেই গোল করেছি। দারুণ পারফরম্যান্স।’
শেফিল্ডের মাঠে গানারদের গোল বন্যার শুরু ম্যাচের মিনিট পাঁচেক না যেতেই, মার্টিন ওডেগার্ডের নৈপুণ্যে। তার মিনিট সাতেক পর নিজেদের জালে বল জড়াল স্বাগতিকরা। এতে ২-০ তে এগিয়ে যায় আর্সেনাল। তবে গোল ক্ষুধা যেন এত সহজে মেটার নয়। ১৫তম মিনিটে এবার গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় সফরকারীরা। ২৫তম মিনিটে কাই হাভার্টজ এবং ৩৯তম মিনিটের গোলটি আসে ডেকলান রাইসের পা থেকে। দ্বিতীয়ার্ধে এসে ম্যাচে নিজেদের শেষ গোলটি করেন বেন হোয়াইট।
আর্সেনালের এই জয়ে ফের জমে উঠেছে লিগ শিরোপার লড়াই। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে তারা। এদিকে সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি এবং তাদের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।