চাপে ভারত, সুযোগ লুফে নিতে চান হাসান
হারিয়ে যেতেই বসেছিলেন হাসান আলী। সেই তিনি সুযোগ পেলেন নাসিম শাহ চোটে ছিটকে যাওয়ায়। সুযোগ হল বিশ্বমঞ্চে পারফর্ম করার। হেলায় পাওয়া সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগাচ্ছেন হাসান। নিজেকে উজাড় করে দিচ্ছেন প্রতি ম্যাচেই। দলের দুই তারকা আফ্রিদি ও হারিসকে ছাড়িয়ে তিনিই এখন লিডিং উইকেট টেকার। প্রত্যাশা করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও নিজেকে নিঙরে দিতে।
কিছুক্ষণ পর মাঠে নামবে ভারত-পাকিস্তান। আহমেদাবাদের লক্ষাধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে হবে ম্যাচ। ভারতের মাটিতে ম্যাচ হওয়ায় স্বাগতিকদের কাছে প্রত্যাশাও বেশি। পাকিস্তানের চেয়ে তাই খানিকটা হলেও প্রত্যাশার চাপে থাকবে ভারত। সেই সুযোগটাই লুফে নিতে চান হাসান।
ভারত ম্যাচের আগে দুই ম্যাচে এখন পর্যন্ত ৬ উইকেট শিকার করা এই বোলার বলেন, ‘এই ম্যাচে ভারতই চাপের মধ্যে থাকবে। কারণ এটি তাদের ঘরের মাঠ হওয়ায় ভক্তরা তাদের সমর্থন করতে মাঠে আসবে। আর এই ধরনের বড় ম্যাচে সবসময় চাপ থাকে। তবে আমরা প্রতিযোগিতাটি ভালোভাবে শুরু করায় এ ম্যাচটিতেও জেতার জন্যই মাঠে নামব।’