‘সেই’ ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
গত ৮ ফেব্রুয়ারি শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব ১৯ নারী সাফের ফাইনালে নাটকীয় এক ম্যাচই উপহার দিয়েছিল বাংলাদেশ আর ভারত। সে ম্যাচে যা হয়েছিল, এরপর থেকে নারী ফুটবলে যে পর্যায়েই বাংলাদেশ আর ভারতের দেখা হোক, সে ম্যাচের প্রসঙ্গটা আসবেই! এলোও গতকাল। তবে কোচ সাইফুল বারী টিটু সেটা একপাশে রেখে ম্যাচেই মনোযোগ রেখেছিলেন। তবে ম্যাচে তার দল জয় তুলে নিয়েছে দারুণ এক জয়। ভারতকে শেষ দশ মিনিটের ঝড়ে হারাল ৩-১ গোলে। তাতে অনূর্ধ্ব ১৬ নারী সাফের ফাইনালেও চলে গেছে বাংলাদেশ।
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে আজ প্রথম গোলটা করেছিল বাংলাদেশই। ম্যাচের ৯ মিনিটে আলফি আকতারের গোলে এগিয়ে যায় টিটুর দল। প্রথমার্ধে গোল আর করতে পারেনি দল। তবে গোল হজমও করেনি। তাই প্রথমার্ধটা এগিয়ে থেকেই শেষ করে বাংলাদেশ।
ভারত জেগে ওঠে বিরতির পর। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অনিতা কুমারি করেন গোল। ভারত গোল শোধ করে সমতা ফেরায় ম্যাচে। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ একের পর এক সৃষ্টি করেই যাচ্ছিল দলটা। তবে বাংলাদেশ তাদের রক্ষণের দৃঢ়তায় সে সব সুযোগকে গোলে রূপ নিতে দেয়নি।
বাংলাদেশও সুযোগ সৃষ্টি করে গেছে। তা অবশেষে কাঙ্ক্ষিত রূপ পেয়েছে ৮০ মিনিটে গিয়ে। বাংলাদেশকে এগিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি। এরপরও শঙ্কা ছিল ম্যাচটা ফসকে যাওয়ার, এক গোলের লিডই তো মাত্র! তবে সে শঙ্কাটা বাংলাদেশ দূর করেছে যোগ করা সময়ে গিয়ে। তৃতীয় গোলটা এনে দেন অর্পিতা বিশ্বাস। সেই এক গোল নিশ্চিত করে দেয় দলের জয়ও।
৩-১ গোলের এই জয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে সবার আগে পা দিয়েছে ফাইনালে। দুই জয়ে তাদের পয়েন্ট এখন ছয়।