চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ও বায়ার্ন
দলের জন্য আরও একবার নিজের সেরাটাই করে দেখালেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে পিএসজি। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের হয়ে সঠিক দিনেই নিজেকে মেলে ধরলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার জোড়া গোলে লাৎসিওকে বাদ করে কোয়ার্টারের মঞ্চে উঠল জার্মান জায়ান্টরা।
সোসিয়েদাদের মাঠে এদিন দ্বিতীয় লেগের ম্যাচে তাদের ২-১ গোলে হারিয়ে মোট ৪-১ ব্যবধানের দাপুটে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। অপরদিকে ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ১৫তম মিনিটেই উসমান দেম্বেলের বাড়ানো বল ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে প্রবেশ করান এমবাপে। প্রথম লেগেও দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপে। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে ৪০টি গোলের সঙ্গে জড়িত থাকলেন তিনি। বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে পিএসজি। ৫৬তম মিনিটে দুর্দান্ত একটি ফিনিশ করে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপে।
নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও স্বাগতিকরা সমতায় ফিরতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে একটি সান্ত্বনাসূচক গোল আদায় করে সোসিয়েদাদ। এতে ইউসিএলের চলতি মৌসুমের শেষ ষোলো বেশ স্বাচ্ছন্দ্যেই টপকে যায় পিএসজি।
অন্যদিকে বায়ার্নের হয়ে প্রথমার্ধের ৩৮তম মিনিটে নিজের প্রথম গোলটি পান হ্যারি কেইন। বিরতির পর মাঠে নেমেই প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান বায়ার্ন ও জার্মান তারকা মিডফিল্ডার থমাস মুলার। এগিয়ে গিয়ে বেশ ছন্দের সঙ্গে খেলতে থাকে বায়ার্ন।
৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান কেইন। ম্যাচের বাকি সময় সফরকারীরা আর গোলের দেখা না পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের জয় তুলে কোয়ার্টারে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ।