অলিম্পিকে মেসির খেলা নিয়ে শঙ্কা
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার ঠিক দশ দিনের মাথায় অলিম্পিক ফুটবল শুরু। বাছাইপর্ব পেরিয়ে যেখানে নিজেদের জায়গা পোক্ত করেছে আর্জেন্টিনা। আর এই টুর্নামেন্টটিতে খেলার কথা রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও। তবে এখন সেটি নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। মেসির খেলা নিয়ে সেই শঙ্কার কথায় জানিয়েছেন আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো।
মূলত, অলিম্পিক অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের টুর্নামেন্ট। তবে কোনো দল চাইলে ৩ জন সিনিয়র খেলোয়াড়কেও দলে রাখতে পারেন। সেই হিসেবেই মেসি ও ডি মারিয়ার এই আসরে খেলার কথা ছিল। তবে মেসিকে নিয়েই টুর্নামেন্ট গিরে আলোচনা হয়েছে বেশি। অলিম্পিক বাছাইপর্ব শুরুর আগে মেসির খেলার কথা অনেকটা জুড় গলায় বলেছিলেন মাচেরানো। তবে এখনও তার মুখেই শুনা যাচ্ছে অনিশ্চয়তার কথা।
মেসির খেলা নিয়ে মাচেরানো বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলব। তবে সে ইন্টার মায়ামির হয়ে মাত্রই মৌসুম শুরু করেছে। তাছাড়া অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় হাতে আছে। তবে এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। তাই সব মিলিয়ে এটা সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।’
ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে কোপা আমেরিকায় খেলে সঙ্গে সঙ্গেই অলিম্পিকের টিমে যোগ দেওয়া; মেসির জন্য বাড়তি চাপ হবে কি-না এমন প্রশ্নে মাচেরানো বলেন, ‘লিও জানে তার বয়স শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। কাজেই তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তবে তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।’
মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও এখনি আশা ছাড়ছেন না মাচেরানো, ‘আমরা তাকে আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখব। তার যা প্রয়োজন তা দেব, যেন সে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারে। পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’