মেসির দেশের ক্লাবের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জামালের
মেসির দেশ আর্জেন্টিনায় খেলতে গিয়েছিলেন। ক্লাবটাও বেশ উচ্ছ্বসিত ছিলো। কিন্তু ছয় মাস না যেতেই, শেষটা হলো তিক্ত অভিজ্ঞতা দিয়েই।
আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োর সাথে সম্পর্কের ইতি টানলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। শেষটা অবশ্য সুন্দর হয়নি। গড়িয়েছে ফিফার কাঠগড়া পর্যন্ত। অর্থাৎ জামাল ক্লাবটার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ফিফায়। যেটা এখন আছে ফিফার তদারকিতে।
কী কারণে ফিফার দারস্থ হয়েছেন জামাল? উত্তরটা টাকা৷ কারণ প্রায় ছয় মাস সেই ক্লাবের হয়ে সাইন করা থাকলেও একটা টাকাও পাননি জামাল ভূইয়া।
দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাল বলেন, "ক্লাব ছেড়ে দেওয়ার ব্যাপারটি ভিন্ন। হ্যাঁ, এটা ঠিক আমি সেখানে টাকা পাইনি। সে জন্য আমি ফিফার কাছে ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ করেছি। ফিফা বিষয়টি দেখছে। আশা করি, শিগগির সমাধান হবে। এ বিষয়গুলো আমার এজেন্ট দেখভাল করছেন।"
জামালের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি আর্জেন্টিনার এজেন্টের টাকা দেননি। সেটারও ব্যাখ্যা আছে জামালের কাছে।
"এজেন্ট তো কমিশন তখনই পাবে, যখন আমি টাকা পাব। আমি টাকা পাইনি বলে এজেন্টকে দিতে পারিনি।"
আর্জেন্টিনার পাট চুকিয়ে আবারও দেশের ফুটবলে ফিরছেন জামাল। কথা চলছে ঢাকা আবাহনীর সাথে। যদিও এখনও চুক্তি হয়নি। দেশের এই ঐতিহ্যবাহী এবং অন্যতম সফল ক্লাবটাই হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।