‘ভাগ্যের ছোঁয়ায়’ শেষ আটে রিয়াল মাদ্রিদ
অন্তিম সময় চলছে তখন। দানি অলমোর শট, তা যদি শেষমেশ জালে ঢুকেই যেত, তাহলে ম্যাচটা চলে যেত অতিরিক্ত সময়ে। তবে তা আর হয়নি। রিয়ালের জালে বলটা জড়ায়নি, বাঁধা দিয়েছে ক্রসবার।
ম্যাচটা তাই শেষ হয় ১-১ গোলে ড্রতে। আর রিয়াল মাদ্রিদ সামগ্রিক লড়াইয়ে ২-১ গোলে জিতে আরবি লাইপজিগকে বিদায় করে চলে যায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।
নিজেদের মাঠে গত রাতে ম্যাচের শুরু থেকে রিয়াল ছিল নিজেদের ছায়া হয়ে। না জুড বেলিংহ্যাম, না ভিনিসিয়াস জুনিয়র, স্বরূপে ছিলেন না কেউই। তবে লাইপজিগের মাঠ থেকে নিয়ে আসা ১-০ গোলের জয় ছিল, তাই অত বেশি কিছু করতেও হতো না রিয়ালকে।
ভিনিসিয়াস অবশ্য একটা গোল করেছেন। সেটা আবার বেলিংহ্যামের বাড়ানো বল থেকেই। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে তার গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।
তবে ম্যাচে সে লিডটা ধরে রাখা হয়নি তাদের। হাঙ্গেরিয়ান উইলি অরবানের গোলে শিগগিরই গত রাতে সমতা ফিরিয়ে আনে লাইপজিগ।
লড়াইটা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে তাদের আরও একটা গোল প্রয়োজন ছিল। যার খুব কাছাকাছি যোগ করা সময়ে চলেও গিয়েছিল দলটা। কিন্তু ভাগ্যে শেষমেশ শিকেটা ছিঁড়ল না। ড্র নিয়ে বিদায়ই নিতে হয় তাদের। রিয়াল চলে যায় শেষ আটে।