রিয়াল বায়ার্নের রেকর্ড এখন সিটিরও

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৫০ পিএম | ০৭ মার্চ, ২০২৪

কোপেনহেগেনকে দ্বিতীয় লেগেও পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট ধরে রাখল। তুলে নিল ৩-১ গোলের দুর্দান্ত এক জয়। তাতে দলটা চলে গেল শেষ আটেও। এই জয়ের ফলে একটা রেকর্ডও গড়া হয়ে গেছে ম্যানসিটির। রিয়াল মাদ্রিদের গড়া ও বায়ার্ন মিউনিখের ছোঁয়া এই রেকর্ডে গার্দিওলার সিটিও ভাগ বসিয়েছে এবার। 

আগের লেগে দলটা প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় তুলে এসেছিল। পরের লেগও দেখল একই স্কোরলাইন। শুরুটা করেছিলেন ম্যানুয়েল আকানজি। এরপর আর্লিং হালান্ড ৯ম মিনিটে আবারও গোল করে বসলে শেষ চার নিশ্চিত হয়ে যায় তখনই।

তবে কোপেনহেগেন ২৯ মিনিটে গোল শোধ করে ইঙ্গিত দিয়েছিল লড়াইয়ের। সে ইঙ্গিত উবে গেছে হুলিয়ান আলভারেজের গোলে। বিরতির একটু আগে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড গোল করে আবারও দলকে এনে দেন ২ গোলের লিড। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। সিটি তাই ম্যাচটা শেষ করে ৩-১ গোলে জিতে। 

রেকর্ডটা হয়ে যায় তাতেই। রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের পর তৃতীয় ক্লাব হিসেবে টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়ল সিটি। এমন কীর্তি গড়া প্রথম ইংলিশ ক্লাব অবশ্য তারাই। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদকে বিদায় করে যে যাত্রা শুরু করেছিল সিটি, যে ধারাই ১০ ম্যাচ ছুঁয়ে ফেলল গত রাতে। রিয়াল প্রথম দল হিসেবে টানা ১০ ম্যাচ জিতেছিল ২০১৪ আর ২০১৫ এই দুই মৌসুমে। এদিকে বায়ার্ন মিউনিখ এই কীর্তি গড়েছিল করোনাকালে। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচ জিতে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।  

রেকর্ড অবশ্য একটাতেই শেষ নয় সিটির। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দল হিসেবে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে সিটি। শেষ ৩০ ম্যাচের ২৮টিতেই জিতেছে সিটি। এই তালিকার শীর্ষে আছে বার্সা। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ এর নভেম্বর পর্যন্ত ন্যু ক্যাম্পে ৩৮ ম্যাচ অপরাজিত ছিল কাতালান দলটি।

খেলার দুনিয়া | ফলো করুন :