কুল-বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল শনিবার

কুল-বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল শনিবার

৩২ দলের অংশগ্রহণে আয়োজিত কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ইতোমধ্যেই চলে এসেছে বিজনেস এন্ডে। সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে চারটি দল– যমুনা টেলিভিশন, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক যুগান্তর। এই চার দলের শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ শনিবার অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার চারটি কোয়ার্টার ফাইনাল। শেষ আটের দুটি লড়াইয়ের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আইয়ের নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্য ড্র থাকে। খেলাটা টাইব্রেকারে গড়ালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ৫-৪ গোলে জয় পায় সেখানে। টিবিএসের জয়নুল আবেদীনের হাতে যায় ম্যাচসেরার পুরস্কার। 

বৈশাখী টেলিভিশন আর ঢাকা ট্রিবিউনের ম্যাচও গড়িয়েছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে নির্ধারিত সময়ে। টাইব্রেকারে ঢাকা ট্রিবিউন ৪-৩ গোলে হারায় বৈশাখী টেলিভিশনকে। ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বী মুন ম্যাচসেরা হন। 

যমুনা টেলিভিশন ৬-১ গোলে হারায় ৭১ টেলিভিশনকে। যমুনা টেলিভিশনের হয়ে হ্যাটট্রিক করেন নুর উদ্দিন পলাশ ও আসাদুজ্জামান নুর বুলেট। দৈনিক যুগান্তর দৈনিক কালবেলাকে ২-১ গোলে হারায়। সাদ্দাম হোসেন ও জাহিদ যুগান্তরের হয়ে ১টি করে গোল করেন। বিজয়ী দলের মাঝহার মিথুন ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

কোয়ার্টার ফাইনালের প্রতিটি ম্যাচ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক গোল রক্ষক বিপ্লব ভট্টাচার্য। তাদের কাছ থেকেই ম্যাচসেরার পুরস্কারগুলো নিয়েছেন খেলোয়াড়রা।

আগামীকাল শনিবার টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল মাঠে গড়াবে। প্রথম সেমিফাইনাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ঢাকা ট্রিবিউন এবং দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। দুই সেমিফাইনাল জয়ী শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে বেলা ১১টায়। 

সম্পর্কিত খবর