ইয়ামালের দুর্দান্ত গোলে বার্সার জয় 

ইয়ামালের দুর্দান্ত গোলে বার্সার জয় 

লা লিগার আগের ম্যাচেই বার্সার সামনে সুযোগ ছিল জিরোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার। তবে বিলবাওয়ের মাঠে হোঁচট খেয়ে সেই সুযোগটা হাতছাড়া করে কাতালান ক্লাবটি। তবে পরের ম্যাচেও ছিল একই সুযোগ। সেখানে আরও কোনো ভুল করেনি দলটি। ম্যাড়মেড়ে আক্রমণ, পেনাল্টি মিস, একাধিক গোলের সুযোগ করেও যখন মিলছিল না জালের দেখা, তখন যেন জয়ের জয়ের ত্রাতা হয়ে আসেন তরুণ লামিনে ইয়ামাল। এবং তার করা একমাত্র গোলেই শেষ পর্যন্ত মায়োর্কার বিপক্ষে জয় পায় জাভি হার্নান্দেজের দল। 

ঘরের মাঠে ১-০ ব্যবধানের এই জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সা। তবে আজ রাতে জিরোনা তাদের ম্যাচে জিতলে ফের দখল করবে দ্বিতীয় স্থান, কেননা বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে দলটির পয়েন্ট ৫৯। এদিকে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বেশ শক্তভাবেই ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। 

বার্সার মাঠে ম্যাচের শুরু থেকেই ডিফেন্ড করে খেলতে থাকে মায়োর্কা। সেখানে স্বাগতিকদের আক্রমণের সংখ্যা বেশি থাকলেও ঠিক গোলের সম্ভাবনা তৈরির আক্রমণের দেখা মিলছিল কালেভদ্রে। তবে ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল বার্সার। তবে সেখানে ভাটা দেন ইলকায় গুন্দোয়ান। মিস করে বসেন স্পট কিক। 

দ্বিতীয়ার্ধেও ছন্দহীন ফুটবল খেলতে থাকে জাভি হার্নান্দেজের দল। তবে শুরু থেকেই গোলের লক্ষ্যে একাধিক প্রচেষ্টা চালাচ্ছিলেন ইয়ামাল। শেষ পর্যন্ত সফল হলেন ৭৩তম মিনিটে এসে। ডি-বক্সের বাইরে সতীর্থের থেকে পাওয়া পাস ধরে পায়ের ছন্দে ঢুকে পড়েন ভেতরে। সেখানে বিপক্ষ দলের একাধিক ডিফেন্ডার ঢাল হয়ে থাকলেও ইয়ামালের বাঁকানো এক শট গোলরক্ষকসহ বাকি সবার চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। 

ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউ আর তেমন সুযোগ তৈরি করতে না পারলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। 

 

সম্পর্কিত খবর