ইতালির হালি উৎসব
২০২৪-ইউরো বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে মাল্টাকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।
ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাচ্ছিল স্পাল্লেনির শিষ্যরা। ২২ মিনিটে জাকোমো বেনাভেন্তুরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শটটি দেখে প্রায় সবারই মনে পড়বে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দেওয়া সৌদির প্রথম গোলটি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর থেকে বা’পায়ে দারুণ এক কার্ভ শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির স্ট্রাইকার ডমেনিকো বেরার্ডি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। এরপরেও থেমে থাকেনি ইতালি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি দিয়ে হালির কোটা পূরণ করে ইতালি।
এই জয়ের পর পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ইতালি। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।