কেইনের রেকর্ড হ্যাটট্রিকে বায়ার্নের দুই হালি 

কেইনের রেকর্ড হ্যাটট্রিকে বায়ার্নের দুই হালি 

বুন্দেসলিগায় পয়েন্ট বিবেচনায় একদম তলানির দল মাইন্স। এতে ম্যাচ যখন লিগের সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং তাদের মাঠেই, সেখানে মাইন্সের অবস্থানও অনেকটা নিচের দিকেই থাকার মতো। তবে এমন হার যেন অপ্রত্যাশিত। ম্যাচের পুরো সময় সফরকারীদের রীতিমত ভুগিয়েছে বায়ার্ন ফুটবলাররা। গুনে গুনে মাইন্সের জালে বল জড়িয়েছে আটবার। সেখানে আরও একটি হ্যাটট্রিক করেছন চলতি মৌসুমেই টটেনহাম ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়া হ্যারি কেইন। এতেই একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 

জার্মান শীর্ষ লিগে গত রাতের এই ম্যাচে মাইন্সের বিপক্ষে ৮-১ গোলের জয়ে তালিকার শীর্ষে থাকা লেভারকুজেনের থেকে পয়েন্ট ব্যবধান কমাল থমাস টুখেলের দল। ২৫ ম্যাচে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ৫৭। এদিকে এক ম্যাচ কম খেলে লেভারকুজেনের পয়েন্ট ৬৪।

বায়ার্নের ঘরের মাঠে ম্যাচটিতে কেইনের রেকর্ডময় হ্যাটট্রিক ছাড়াও দুটি গোল করেছেন লিও গোরেৎস্কা এবং একটি করে গোল পেয়েছেন টমাস মুলার, জামাল মুসিয়ালা ও সের্গে গ্যানাব্রি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামে স্বপ্নের সময় পার করছিলেন কেইন। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩২ ম্যাচে করেছিলেন ক্লাবটির ইতিহাসের রেকর্ড ২৮০টি গোল। সেখানে অনেকেই আশঙ্কা করছিলেন ক্লাব ছাড়াও সেই গোলের ধার কমে যায় কি না এই ফরোয়ার্ডের। তবে সেসব শঙ্কায় যেন বুড়ো আঙুল দেখালেন কেইন। একের পর এক করেই চলেছেন গোল, নাম লিখিয়ে চলেছেন রেকর্ডবুকে। 

বুন্দেসলিগায় প্রথম খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক মৌসুমে আট ম্যাচে অন্তত দুটি করে গোল করেছেন কেইন। একইসঙ্গে লিগটির প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক আসরে চারটি হ্যাটট্রিকও করলেন তিনি। 

রেকর্ডের এখনেই শেষ নয়! চলতি আসরে স্রেফ লিগের ২৫ ম্যাচে ৩০টি গোলে কেইনের নামে। এতে ভাগ বসিয়েছেন জার্মান কিংবদন্তি উয়ি সিলারের সবচেয়ে বেশি ৩০ গোলের কীর্তিতে। অবশ্য পরের ম্যাচে একটি গোল করলেই রেকর্ড নিজের করে নিবেন কেইন।

সম্পর্কিত খবর