আরও এক ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত 

আরও এক ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত 

ক্রিকেট কিংবা ফুটবল, পুরুষ হোক বা নারীদের ম্যাচ, বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। আবার সেটি যদি হয় ফাইনালের মঞ্চে তাহলে তো কথাই নেই। ঠিক মাস খানেক আগে ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ ও ভারতের মধ্যে। 

সেখানে ট্রাইবেকারের ২২টি শটেও ফল না এসে বিতর্কিত টসে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ম্যাচ কমিশনার। অবশ্য পরে নিয়ম খতিয়ে সিদ্ধান্ত বদলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে। 

তার মাস খানেক আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল দুটি। সেটিও সাফ ফুটবলের মঞ্চেই, সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচটি নেপালের রাজধানী কাঠমান্ডু শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে। 

এদিকে রাউন্ড রবিন পদ্ধতির প্রথম পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এছাড়া প্রথম পর্বের তিনটি ম্যাচের তিনটি জিতে আসরে এখন পর্যন্ত অপরাজিত যাত্রা ধরে রেখেছে বাংলাদেশ। এতে আত্মবিশ্বাসটা অনেকটা চাঙ্গা থাকারই কথা বাংলাদেশ দলের। এবং সেটি ধরে রেখেই ভারতকে টুর্নামেন্টে আরও একবার থামিয়ে শিরোপা জেতার লক্ষ্যেই মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।

সম্পর্কিত খবর