‘পাকিস্তানের বোলিং আক্রমণকে অপমান করেছেন রোহিত’
জমজমাই এক লড়াই দেখতে কাল মাঠে হাজির হয়েছিল লক্ষাধিক দর্শক। ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। ম্যাচের আগে সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছিলেন দুই দেশের সাবেকরা। তবে মাঠে দেখা গেছে ভিন্ন চিত্র। পাকিস্তানকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলেছে ভারত। পাকিস্তানি বোলিং আক্রমণকে পাত্তাই দেয়নি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে যা নিয়ে রোহিতের প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার শোয়েব আখতার।
পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে ৬৩ বলে ৬ ছক্কা ও ৬ চারে ৮৬ রান করেছেন রোহিত। ওখানেই ম্যাচটি হেরে যায় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও এমন পারফরম্যান্স নিয়ে হতাশ শোয়েব বলেন, ‘হতাশাজনক পারফরম্যান্স… খুবই হতাশাজনক পারফরম্যান্স। আজ ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানকে আঘাত করেছে। রোহিত শর্মা ছিলেন ওয়ান ম্যান আর্মি। আমি জানি না গত কয়েক বছর এই রোহিত কোথায় ছিলেন। তিনি একজন খুব বড় খেলোয়াড় এবং তার শটের বিস্তৃত পরিসর রয়েছে। তিনি একজন সম্পূর্ণ ব্যাটার।’
পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে তার রোহিতের অমন আগ্রাসী ব্যাটিং নিয়ে শোয়েব বলেন, ‘সে যে ধরনের ইনিংস খেলেছে, তা পাকিস্তানের বোলিং আক্রমণকে রীতিমতো অপমান করেছে। তিনি গত দুই বছরের প্রতিশোধ নিয়েছেন যেখানে তিনি খুব বেশি রান পাননি। রোহিত শর্মাকে ফিরে আসতে দেখে ভালো লাগছে, বোলারদের চূর্ণ করবেন বলেই তিনি ঠিক করেছেন। শেষ ওভারে খেলা শেষ করে গভীরে নেওয়ার কী দরকার? রোহিত বোলারদের হাতুড়ি মেরেছে।’