‘আফ্রিদি ওয়াসিম নয়, তার কোনো বিশেষত্ব নেই’
নাসিম শাহ না থাকায় পাকিস্তানের মূল ভরসার জায়গা শাহিন আফ্রিদি। তার ওপরই নির্ভর করছে বিশ্বকাপে পাকিস্তানের অগ্রগতি। গতির সঙ্গে ইনসুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করেন এই বাঁহাতি বোলার। ওয়াসিম আকরামের পর পাকিস্তানের নতুন সুং অফ সুলতান মানা হচ্ছিল তাকে।
সেই তিনি ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন নিষ্প্রভ। পাওয়ার প্লেতে শুভমান গিলকে ফেরালেও কার্যকর ভূমিকা রাখতে পারেননি রোহিতের বিপক্ষে। আগের দুই ম্যাচেও ছিলেন ছন্নছাড়া। এমন পারফরম্যান্সের পর সাদামাটা বোলিংয়ের তকমা পেয়েছেন আফ্রিদি। ওয়াসিম আকরাম যে তিনি নন, সেটা পাকিস্তান সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন রবী শাস্ত্রী।
পাকিস্তানের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রান খরচ করতে হয়েছে আফ্রিদিকে। বিপরীতে উইকেট পেয়েছেন মোটে দুটি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে তার ওপরই প্রত্যাশা ছিল বেশি। যদিও দুটি উইকেট পেয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে রোহিতের অমন আগ্রাসী ব্যাটিং ঠিকই কাঠগড়ায় দাড় করিয়েছে তাকে।
ভারত ম্যাচে আফ্রিদির বোলিং নিয়ে শাস্ত্রী বলেন, ‘যখন নাসিম শাহ খেলছেন না তখন এটিই তাদের স্পিনের গুণমান...শাহীন শাহ আফ্রিদি মোটেও ওয়াসিম আকরাম নন। তিনি নতুন বলে একজন ভাল বোলার এবং উইকেট নিতে পারেন। তবে তার কোনো বিশেষত্ব নেই। তিনি একজন সাদামাটা বোলার। সে কোন বড় হুমকি নয়। আপনাকে এই সত্য মেনে নিতে হবে।’