শোয়েবের ‘ঠাণ্ডারাখ’ পোস্টে শচীনের টিপ্পনী
বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান; কথার লড়াইটাও তাই জমেছিল বেশ। সমর্থকদের মতো কথার লড়াইয়ে জড়িয়েছিলেন দু’দলের সাবেক ক্রিকেটাররাও। নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে দিচ্ছিলেন উত্তরসূরিদের পরামর্শ।
এই যেমন ম্যাচের আগে পাকিস্তান দলকে শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছিলেন শোয়েব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের সময়ে শচীন টেন্ডুলকারকে আউট করার একটি ছবি শেয়ার করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছিলেন ‘ঠাণ্ডারাখ’।
পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর এবার সেই পোস্টের জবাব দিয়েছেন ভারতীয় সাবেক কিংবদন্তি ব্যাটার শচীন। শোয়েবের পোস্ট শেয়ার করে কেটেছেন টিপ্পনী।
পাকিস্তানের বিপক্ষে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে ভারতের জয়ের পর এক্সে শোয়েবের সেই পোস্টটি শেয়ার করে শচীন তাতে লেখেন, ‘আমার বন্ধু, তারা আপনার পরামর্শ অনুসরণ করেছে। ম্যাচে তাদের পারফরম্যান্স একেবারেই ঠাণ্ডা ছিল।’