র্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ এগিয়ে থাকা সুদানের সঙ্গে গোলশুন্য ড্র বাংলাদেশের
ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সে ম্যাচ দুটির আগে সৌদি আরবে চলছে নিবিড় অনুশীলন। সে অনুশীলনের অংশ হিসেবে গতকাল (রবিবার) আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামালরা। ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
ড্র করলেও এটাকে অর্জন হিসেবে দেখতে দোষ নেই জামালদের। কারণ যে সুদানের বিপক্ষে এই ফল এসেছে, তারা র্যাঙ্কিংয়ে জামালদের চেয়ে ৫৬ ধাপ এগিয়ে। বাংলাদেশ যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দিকে ১৮৩ নম্বরে অবস্থান করছে, সুদানের অবস্থান সেখানে ১২৭। শক্তিতে বেশ এগিয়ে থাকা দলের সঙ্গে ড্র করে কিছুটা আত্মবিশ্বাস কুড়িয়ে নিতেই পারেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ধারেভারে এগিয়ে থাকা সুদানের বিপক্ষে ড্রয়ের পর কোচ কাবরেরা সৌদি আরব থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘‘ফলাফল কী হয়েছে, সেটা এই ম্যাচে মুখ্য বিষয় ছিল না, আমরা গত সাত দিনে সৌদি আরবে কেমন অনুশীলন করলাম, সেটির প্রয়োগই ছিল আসল। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
সুদানের বিপক্ষে আগামী ১৪ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে কাবরেরার শিষ্যরা। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি হবে। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের হোম ম্যাচ হবে স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ।