সহজ গোলের সুযোগ হাতছাড়া রোনালদোর, আল নাসরের হার

সহজ গোলের সুযোগ হাতছাড়া রোনালদোর, আল নাসরের হার

আল আইনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল আল নাসর। পিছিয়ে থেকে দ্বিতীয় লেগের ম্যাচে নামার পর এদিনও রোনালদোর দল শুরুতে পিছিয়ে পড়ে। পরে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতায় পৌঁছে পেনাল্টি পর্যন্ত খেলা গড়ালেও সেখানে ভাগ্য সহায় হয়নি রোনালদোর। ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজয়ের মুখ দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ মহাতারকাকে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার রাতে আল আইনের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। ম্যাচটি তারা ৪-৩ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল দাঁড়িয়েছিল সমতায়।

এদিন প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় আল আইন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৩-২ গোলে। শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা, যেখানে সহজ একটি গোলের সুযোগ হাতছাড়া করে বসেন রোনালদো। প্রতিপক্ষের গোলরক্ষকের হাত থেকে ফেরত আসা বল মাত্র ৩ গজের মধ্যেই পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড, তবে লক্ষ্যভেদ করতে পারেননি। পরে ১১৮তম মিনিটে অবশ্য দলের হয়ে সমতাসূচক গোলটি করেন তিনি নিজেই।

শেষমেশ ট্রাইব্রেকারে ভাগ্য সহায় হয়নি আল নাসরের। পেনাল্টি শ্যুটআউটে রোনালদো নিজের গোলটি আদায় করলেও তার তিন সতীর্থ গোল করতে ব্যর্থ হন। ফলে সেমিফাইনালে খেলার স্বপ্নকে বিসর্জন দিয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোকে।

সম্পর্কিত খবর