কেবলই উন্নতিতে মনোযোগ আমাদের
টুর্নামেন্টের প্রতিটি দলই কিছু না কিছু হুমকির সম্মুখীন হয়েছে। আমাদের এটি মানিয়ে নিয়ে সেভাবেই মোকাবেলা করতে হবে।
আমাদের শুধুমাত্র উন্নতির দিকে নজর দিতে হবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে আমরা যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে ছিলাম না। তবে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা যথেষ্ট ভালো ছিলাম। আমাদের আরও একটি বড় পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, জয়ের ধারা বজায় রেখে শেষে আরও একবার সফল হবার।
ক্রিস ওকস আজ টিম বাসে আছে। যা আমাদের জন্য ভালো একটি লক্ষণ। বেন স্টোকসও দিন দিন সেরে উঠছে। গতকালের (১৪ অক্টোবর) অনুশীলনে সে সত্যিই ভালো করেছে। ব্যাটিং করছে এবং উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে। আফগানিস্তানের ম্যাচের আগে আমাদের সব লক্ষণই ভালো।
একদিনের ক্রিকেট থেকে আপাতত অবসরের নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আরও চার বছর অন্তত খেলতে চাই এবং ২০২৭ বিশ্বকাপের হয়তো এমন সিদ্ধান্তে আসতে পারি। যদিও ক্রিকেটের ল্যান্ডস্কেপ চিরতরে পরিবর্তিত হয়েছে। কাজেই আমি যথেষ্ট ভালো না হলে নিজেকে সেখানে দেখতে পারি না।
জো রুট, ইংল্যান্ড ক্রিকেটার