আবার নতুন করে শুরু করতে হবে পাকিস্তানের

আবার নতুন করে শুরু করতে হবে পাকিস্তানের

এই হার অবশ্যই পাকিস্তানকে আঘাত করবে কারণ তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যখন তারা ভারতের বিপক্ষে খেলছে, তখন অবশ্যই মাঠে এমন পরিবেশই থাকবে। বলতে গেলে মাঠে ৯৯ শতাংশই ভারতীয় সমর্থক থাকবে, আর অবশ্যই আপনি এটা দেখে অবাক হবেন। আমি এটা বুঝতে পারি। কিন্তু বাবর আজম চার-পাঁচ বছর ধরে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাই তার অবশ্যই এসব ওভারকাম করা উচিত ছিল।

আমার কথা হলো, যদি জিততে না পারেন, তাহলে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করুন। কিন্তু সমস্যা হলো পাকিস্তান তাও করতে পারেনি। আর এটিই হলো বাস্তবতা। কাজেই আমার মনে হয় পাকিস্তানকে এটি নিয়ে আরও কাজ করতে হবে।

তবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ‘চোকার’ বলা যাবে না। কারণ এটি খুব ভালো ট্যাগ নয়। তাছাড়া এটি একটি মানসিক ব্লক, একটি দক্ষতার ব্লকও বলা চলে।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য বজায় রাখা ভারতের কৃতিত্ব। এটি মোটেও ভারতের জন্য সহজ ম্যাচ নয়। এখানে আবেগ জড়িত, প্রত্যাশা জড়িত। কাজেই আপনাকে জিততে হবে। এটি এত বছর ধরে ঘটছে যে সত্যিই আপনাকে কিছুটা বাড়তি চাপের মধ্যে দিয়ে যেতে হবে। ভারত এখানেই এগিয়ে। তারা এই চাপ বেশ ভালোভাবে পরিচালনা করেছে।

এটি পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। ভারত তাদের থেকে তিনটি বিভাগেই এগিয়ে গেছে। আর পাকিস্তান পরাজিত হয়েছে। বাবর আজম এবং দলের সিনিয়র খেলোয়াড়দের দলের তরুণদের নিয়ে বসতে হবে। এই হারের উত্তর খুঁজে বের করতে হবে। সেই টিম মিটিংয়ে তাদের নির্মমভাবে সৎ হতে হবে। আমার মনে হয় পাকিস্তানকে ওই মিটিং থেকেই আবার নতুন করে শুরু করতে হবে।

সবাই বলছে আমাদের স্পিনাররা সংগ্রাম করছে। আমাদের ব্যাটারদের সেট হলে ৪৯, ৫০ রানে আউট হওয়া উচিত নয়। আমার প্রশ্ন হলো, তাহলে আমাদের টেইলেন্ডাররা কি করছিল?

সম্পর্কিত খবর