টানা জয়ে বিশ্ব রেকর্ড নেইমারের আল হিলালের
সৌদি প্রো লিগের সবচেয়ে সফল দল আল হিলাল। লিগটির রেকর্ড ১৮ শিরোপা নেইমারের বর্তমান এই ক্লাবটির। এদিকে লিগে আল নাসরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা আল ইত্তিহাদের, ৯টি। এতে লিগ ম্যাচ এই দুই দলের লড়াইটা বরাবরই হয় জমজমাট। আর যদি তা হয় প্রতিযোগিতামূলক ম্যাচে তাহলে তো কথায় নেই। তবে এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ লড়াই এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই আল হিলালের কাছে পাত্তা পেল না ইত্তিহাদ।
আগের লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল আল হিলাল। এবার ফিরতি লেগেও ইত্তিহাদের মাঠে একই ব্যবধানে (২-০) জিতল নেইমারের ক্লাবটি। এতে ৪-০ ব্যবধানের সহজ সমীকরণে সেমিতে পাড়ি জমিয়েছে তারা। তবে এই জয়ে অনন্য এক রেকর্ডও গড়ল সৌদি ক্লাবটি, টানা জয়ে। গতরাতের এই জয়ের মধ্য দিয়ে এখন পর্যন্ত টানা ২৮ ম্যাচ জিতেছে আল হিলাল।
এতেই ভেঙেছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড। ক্লাবটি ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল। এবার ২০২৪-এ এসে তা নিজেদের নামে করলো আল হিলাল। সেইন্টসের আগে রেকর্ড অনেক পুরনো। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ জয়ের রেকর্ড গড়েছিল তৎকালে য়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের ক্লাব আয়াক্স।
টানা ২৮ জয়ের এই যাত্রায় আল হিলাল জিতে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচ, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় ৩ ম্যাচ এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৯ ম্যাচ। দলের এই অনন্য অর্জনে মাঠে থেকে উদযাপন করতে পারলেন না নেইমার। কারণে গত অক্টোবরে পাওয়া এসিএলের চোটে চলতি মৌসুমের পুরোটা সময়েই ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা।