হামজার বাংলাদেশে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন
হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশে উৎসাহের কমতি নেই। সে উৎসাহের শুরু ইংলিশ ফুটবলে তার পা ফেলার দিন থেকেই। ২০২১ সালে যখন তিনি জানালেন ‘শর্তসাপেক্ষে’ বাংলাদেশের হয়ে খেলতে চান, সে উৎসাহটা বেড়ে গেল আরও বহুগুণে। শেষ কিছু দিনে গুঞ্জনটা বাড়ছিল। কোচ হাভিয়ের কাবরেরার কথায় সে গুঞ্জনের আগুনে ঘি পড়ে আরও।
আজ দীর্ঘ ৮৭ দিন পর বাফুফেতে এসেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তাকেও আজ মুখোমুখি হতে হলো হামজা বিষয়ক প্রশ্নের। তার জবাবে বাফুফে সভাপতি যা বললেন, তাতে আশায় বুক বাধতে পারেন বাংলাদেশী ভক্তরা। সালাউদ্দিনও হামজার বাংলাদেশে খেলা নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন।
বাফুফে সভাপতি তাকে পেতে চাওয়ার বিষয়টি পরিষ্কার জানিয়েছেন। তবে শর্তও বেধে দিয়েছেন তিনি। কী সে শর্ত? সালাউদ্দিন বলেন, ‘বিষয়টা অত সহজ না। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’
প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশ জাতীয় দলে এসে খেলার কথা উঠলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় একটি উক্তি। কাজী সালাউদ্দিন নাকি বলেছেন, বাংলাদেশের লিগে খেলে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে! এ উক্তিটি তিনি আদৌ করেছেন কি না, সে প্রশ্নও আজ করা হয় সালাউদ্দিনকে।
তার জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমাকে দেখলে কি আপনাদের পাগল মনে হয়? হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে? আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। আমি এসব কথা কেন বলতে যাব?’