টাইব্রেকারে ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে আতলেতিকো
আগের লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মাঠে ১-০ গোলে হেরেছিল আতলেতিকো মাদ্রিদ। সেখানে প্রথম ধাক্কাটা খেয়ে ফিরতি লেগেও আগে গোল হজম করে বসে লা লিগার ক্লাবটি। ঘরের মাঠে গত রাতের ম্যাচের ৩৩তম মিনিটে এগ্রিগেট দাঁড়ায় ইন্টার ২, আতলেতিকো ০। বিপক্ষে গত আসরের ফাইনালিস্ট, এতে অনেকেই শেষটা দেখছিলেন স্প্যানিশ ক্লাবটিরই। তবে সেসব ছাপিয়ে ম্যাচের নির্ধারিত সময়ে দুটি গোল করে ম্যাচ সমতায় আনে ডিয়েগো সিমিওনের দল। পরে অতিরিক্ত সময় পেরিয়ে ট্রাইবেকারেও বাজিমাত আতলেতিকোরই।
সেখানে ক্লাবটির গোলরক্ষক ইয়ান ওবলাকের অসাধারণ দুটি সেভে শেষ পর্যন্ত ট্রাইবেকার ৩-২ ব্যবধানে জিতে নেয় আতলেতিকো। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় স্পেনের শীর্ষ লিগের ক্লাবটি।
এদিকে রাতের অপর ম্যাচে পিএসভি আইন্দোভেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ আটে জায়গা করে নিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।
আতলেতিকোর মাঠে ম্যাচের ৩৩তম মিনিটেই এগিয়ে যায় ইন্টার। সেখানে নিকোলা বারেল্লার বাড়িয়ে দেওয়া বল জালের ঠিকানায় পৌঁছান ফেদেরিকো দিমারকো।
সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার। এক মিনিটের ব্যবধানেই কোকের অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচে সমতা টানেন আঁতোয়ান গ্রিজমান। তবে দুই লেগ মিলিয়ে সমতা টানতে আরও এক গোল প্রয়োজন আতলেতিকোর। কাঙ্ক্ষিত সেই গোল আসে ম্যাচের নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে। ৮৭তম মিনিটে দুই লেগ মিলিয়ে সেই সমতাসূচক গোলটি করেন মেমফিস ডিপাই।
সেখান থেকে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত দুই দলের কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে দারুণ নৈপুণ্য আতলেতিকোর জাল আগলে রাখেন ওবলাক। ঠেকিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ ও ডেভি ক্লাসেনের শট। এবং গোলপোস্টের অনেক বাইরে দিয়ে শট নেন ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেস। এতেই শেষ ষোলো থেকেই বিদায় নিশ্চিত হয় আগের আসরে ফাইনালে খেলা ইতালিয়ান ক্লাবটির।