আবারও মেসির চোট, সতর্ক মায়ামি

আবারও মেসির চোট, সতর্ক মায়ামি

লিওনেল মেসি আবারও চোটে পড়েছেন। আজ ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে এক গোল, এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন। তবে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়েছেন তিনি। 

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো জানালেন তার মাঠ ছাড়ার কারণ। চোটের কারণে ম্যাচ শেষের আগেই উঠে যেতে হয়েছে তাকে। এ কারণে আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচেও তাকে পাবে না তার দল। 

তবে শনিবারের ম্যাচে তাকে না নামানোর সিদ্ধান্তটা সতর্কতামূলক। কোচ মার্টিনো জানালেন, ‘আমি কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। আমি দেখতে পাচ্ছি, সে শনিবারের ম্যাচে খেলতে পারবে না। এ বিষয়ে আমি এখন স্রেফ এটাই বলতে পারি। শিগগিরই তার পরীক্ষা করা হবে, দেখা যাবে সে কেমন অনুভব করছে।’

মেসির চোটের প্রকৃতি সম্পর্কে মার্টিনো জানান, ‘ডান পায়ে মাসল ওভারলোড আছে লিওর। তাকে নিয়ে তাই আমরা কোনো প্রকার ঝুঁকিতে যেতে চাইনি। আমরা চেষ্টা করেছিলাম, দ্বিতীয়ার্ধে কিছু সময় তাকে খেলানো যায় কি না তা দেখতে, কিন্তু এটা তাকে অস্বস্তিতে ফেলছিল। তাই তাকে আমরা তুলে নিয়েছি।’

মেসিকে ছাড়া সবশেষ লিগ ম্যাচেও খেলেছে মায়ামি। মন্ট্রিয়লের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল সে ম্যাচে দলটা। এবার পরের ম্যাচেও মেসিকে পাবে না দলটা। 

কোচ মার্টিনো বিষয়টা মেনে নিয়েছেন। তার ভাষ্য, ‘আমরা মৌসুমটা যখন শুরু করেছি, তখনই জানতাম যে মেসি সব ম্যাচে খেলবে না। সে যদি না খেলে, তাহলে তার বদলে অন্য খেলোয়াড় নামাতে হবে। তবে কাজটা কঠিন, কারণ আমার চোখে সে আর দশটা খেলোয়াড়ের মতো কেউ নয়, সে সর্বকালের সেরা খেলোয়াড়!’

সম্পর্কিত খবর