সাফজয়ী রাজিয়ার মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক
নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের ফুটবলার রাজিয়া খাতুন। বয়সভিত্তিক জাতীয় দলে নিয়মিত মুখই ছিলেন তিনি। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায় আজ ভোরে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
বিবৃতিতে বলা হয়েছে, সন্তান জন্ম দেয়ার কয়েকঘণ্টা পর মারা যান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাজিয়া খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুকোলে ঢলে পড়েন রাজিয়া। নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান (এমপি)।
শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘ফুটবলার রাজিয়া খাতুন নারী ফুটবলে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার অকাল মৃত্যু নারী ফুটবলে এক অপূরণীয় ক্ষতি। দেশের নারী ফুটবলের উন্নয়নে তার যে অনবদ্য অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য,২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রাজিয়া খাতুন। চ্যাম্পিয়ন হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা পেয়েছিলেন রাজিয়া।