নিষিদ্ধদের নিয়েই দল গড়ল বসুন্ধরা
মদ কাণ্ডে ফুটবলারদের নিষিদ্ধ হওয়া নিয়ে শেষ কিছু দিনে উত্তপ্তই ছিল বাংলাদেশের ফুটবলাঙ্গন। শেখ মোরসালিন, তপু বর্মণ, আনিসুর রহমান জিকোসহ পাঁচ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হয়েছে। সেই তাদের নিয়েই আসছে মৌসুমের দল গুছিয়েছে বসুন্ধরা কিংস।
মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে কিছু দিন আগে মালদ্বীপে পা রেখেছিল বসুন্ধরা। সেখানেই সৃষ্টি সব সমস্যার। ফেরার সময় ৬৪ বোতল মদ পাওয়া যায় পাঁচ ফুটবলারের লাগেজে। এরপরই সাময়িক নিষিদ্ধ করে দেওয়া হয় সবাইকে।
শেষমেশ সবাই রেহাই পাননি তা থেকে। মোরসালিন ও রিমন জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। আনিসুর রহমান জিকো নিষিদ্ধ হয়েছেন আগামী বছর এপ্রিল পর্যন্ত, তপু নিষিদ্ধ হয়েছেন চলতি বছরের শেষ পর্যন্ত। তৌহিদুল আলম সবুজ পুরো মৌসুমই থাকবেন নিষিদ্ধ।
তবে তাদের নিয়েই এবারের দল গড়েছে বসুন্ধরা। আগামী ১৮ অক্টোবর দলবদলের শেষ দিন। তার আরও তিন দিন আগেই দলবদল শেষ করে ফেলেছে বসুন্ধরা। গত শনিবার ক্লাবের এক কর্মকর্তার মাধ্যমে নিবন্ধন তালিকা ফেডারেশনে পাঠায় ক্লাবটি। সে তালিকাতেই দেখা যায়, বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ থাকলেও বসুন্ধরার তালিকায় আছেন সেই খেলোয়াড়রা।
বসুন্ধরা কিংস স্কোয়াড:
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, আসিফ,মেহেদী হাসান শ্রাবণ, সাইফুল ইসলাম।
রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তারিক কাজী, ববুরবেগ।
মধ্যমাঠ : সাব্বির হোসেন, মতিন মিয়া, চার্লস দিদিয়ের, জাহিদ হোসেন, সোহেল রানা, বিপলু আহমেদ, মিগেল ফেরেইরা, মাসুক মিয়া জনি, সোহেল রানা, শেখ মোরসালিন, সাব্বির।
আক্রমণভাগ: ডরিয়েল্টন, রবসন, তৌহিদুল আলম সবুজ (নিষিদ্ধ), ইব্রাহীম, রাকিব হোসেন, রফিকুল ইসলাম, মজিবর রহমান জনি, আমিনুর রহমান সজীব ও রিমন হোসেন।