সিটির সামনে রিয়াল, বার্সা পেল পিএসজিকে

সিটির সামনে রিয়াল, বার্সা পেল পিএসজিকে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গেল বার ফাইনালে উঠেছিল শেষ চারে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এবার সেই লড়াইয়ের দেখা মিলছে আবারও। তবে এবার মঞ্চটা বদলে যাচ্ছে, শেষ আটেই দেখা হয়ে যাচ্ছে দুই ইউরোপীয় হেভিওয়েটের। আজ নিওঁতে উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রতে নিশ্চিত হয়েছে বিষয়টি। শেষ আটের আরেক লড়াইয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পেয়েছে পিএসজিকে।

১৪ বছর পর আর্সেনাল প্রতিযোগিতার শেষ আটে উঠে এসেছে। তারা খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্ন দলে আছেন হ্যারি কেইন, আর্সেনালের নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের সাবেক এই স্ট্রাইকার এই মৌসুমেও আছেন আগুনে ফর্মে, সব মিলিয়ে করেছেন ৩৬ গোল।

প্রথম চ্যাম্পিয়ন্স লিগের খোঁজে থাকা পিএসজি পেয়েছে বার্সেলোনাকে। ৪ বছর পর প্রতিযোগিতার শেষ আটে আসা বার্সা সবশেষ যেবার প্রতিযোগিতার নকআউট থেকে বাদ পড়েছিল, সেবারও তাদের সামনে পড়েছিল এই পিএসজিই!

আরেক স্প্যানিশ দল আতলেতিকো মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকা তিন স্প্যানিশ দলের সামনেই সুযোগ থাকছে প্রতিযোগিতার শেষ চারে একসঙ্গে যাওয়ার!

আজ এই ড্রয়ে সেমিফাইনালের লাইন আপও ছকে ফেলা হয়েছে। লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জেতা দল আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে জেতা দল। তার মানে দাঁড়াচ্ছে, আতলেতিকো মাদ্রিদ আর বরুসিয়া ডর্টমুন্ডের লড়াইয়ে জেতা দল খেলবে বার্সা-পিএসজি ম্যাচে জেতা দলের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালের দুই দল হবে আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জেতা দল ও রিয়াল-সিটি ম্যাচের জেতা দল।

চলমান ফরম্যাটে এটাই শেষ আসর। ২০২৪-২৫ মৌসুম থেকে বদলে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট। বর্তমান ফরম্যাটের শেষ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন, ৯০০০০ ধারণক্ষমতাসম্পন্ন ওয়েম্বলি স্টেডিয়ামে।

কোয়ার্টার-ফাইনাল
কোয়ার্টার ফাইনাল ১: আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ২: আতলেতিকো মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড
কোয়ার্টার ফাইনাল ৩: রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
কোয়ার্টার ফাইনাল ৪: প্যারিস সেইন্ট জার্মেইঁ বনাম বার্সেলোনা

সেমি-ফাইনাল
সেমি-ফাইনাল ১: কো.ফা. ২-এর বিজয়ী v কো.ফা. ৪-এর বিজয়ী
সেমি-ফাইনাল ২: কো.ফা. ১-এর বিজয়ী v কো.ফা. ৩-এর বিজয়ী
* প্রথমে উল্লিখিত দলগুলো ঘরের মাঠে প্রথম লেগ খেলবে

সময়সূচী
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ: ৯-১০ এপ্রিল
কোয়ার্টার-ফাইনাল দ্বিতীয় লেগ: ১৬-১৭ এপ্রিল
সেমিফাইনালের প্রথম লেগ: ৩০ এপ্রিল- ১ মে
সেমিফাইনাল দ্বিতীয় লেগ: ৭-৮ মে

ফাইনাল
ওয়েম্বলি স্টেডিয়াম: ২১ জুন

সম্পর্কিত খবর