আল নাসরে রোনালদোর ‘ফিফটি’ 

আল নাসরে রোনালদোর ‘ফিফটি’ 

সময়টা ভালো যাচ্ছে না সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের। এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে গত সপ্তাহের প্রথম লেগের পর ফিরতি লেগেও পয়েন্ট হারিয়ে বিদায় নেয় এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা থেকে। সেখানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ফিরতি লেগে সহজ এক মিস করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সেই গোলই হতে পারতো ম্যাচ নির্ধারক। তবে গোলরক্ষকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ পজিশনে থেকে লক্ষ্যের বাইরেই যায় এই পর্তুগিজ এই তারকা শট। 

শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে গোল সমতার পর ট্রাইবেকারে হেরে যায় রোনালদোর আল নাসর। এবং সেই গোল মিসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের শিকার হতে হয় সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে। ক্লাব ও নিজের এমন সব অবস্থা মিলিয়ে গত রাতে আল-আহলির বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ ছিল না রোনালদোর। তবে সেখানে চাপ কাটিয়ে গোল করলেন ফুটবল বিশ্বের এই মহাতারকা, তার সেই গোলেই দল জিতল ম্যাচ। 

আল আহলির মাঠে রোনালদোর সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় পেয়েছে আল নাসর। সেই গোলের মধ্য দিয়ে সৌদি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি গোল করলেন রোনালদো। এই মাইলফলক ছুঁতে খেলেছেন ৫৮টি ম্যাচ।

সম্পর্কিত খবর