ইংল্যান্ডের পতন দেখছেন শচীন, শেবাগ দিলেন সতর্কবার্তা

ইংল্যান্ডের পতন দেখছেন শচীন, শেবাগ দিলেন সতর্কবার্তা

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সহজ কথায় বলতে গেলে ফেভারিটদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে আফগানরা। এ হারে পয়েন্ট টেবিলেও ধাক্কা লেগেছে। রানরেটেও বেশ পিছিয়ে পড়েছে জস বাটলারের দল। কঠিন হয়ে পড়েছে সেমিফাইনালে উঠার লড়াই।

সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে হচ্ছে সমালোচনা। শচীন টেন্ডুলকার এই হারকে দেখছেন ইংল্যান্ডের পতন হিসেবে। অন্যদিকে সেমিফাইনালের পথে ইংল্যান্ডকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন ভারতের আরেক ব্যাটার বীরেন্দ্রর শেবাগ।

আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় দেখে এক্সে শচীন লিখেছেন, ‘গুরবাজের কাছ থেকে একটি দারুণ নক দেখলাম। আফগানিস্তানের বিস্ময়কর অলরাউন্ড প্রচেষ্টা ছিল। ইংল্যান্ড ক্রিকেটের জন্য খারাপ দিন। মানসম্পন্ন স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করার সময় আপনাকে তাদের হাত পড়তে হবে। যা ইংল্যান্ডের ব্যাটাররা করতে ব্যর্থ হয়েছে। আমি অনুভব করেছি তাদের পতন হয়েছে। আফগানরা মাঠে যে শক্তি প্রদর্শন করেছে তা বেশ ভালো লেগেছে। তারা দারুণ খেলেছে।’

আফগানদের বিপক্ষে এমন পরাজয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠার পথ খানিকটা কঠিনই হয়ে গেল ইংল্যান্ডের। এমনই মনে করছেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্রর শেবাগ। তিনি বলেন, ‘মনে হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া শীর্ষ চারে-এ পৌঁছানোর জন্য লড়াই করতে চলেছে।’

সম্পর্কিত খবর