ফিলিস্তিন ম্যাচের প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

ফিলিস্তিন ম্যাচের প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

সৌদি আরব ছেড়ে বাংলাদেশ ফুটবল দল কুয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। টানা ১৫ দিন সৌদি আরবে ফুটবল ক্যাম্প শেষ করেছে দল। 

রোববার, ১৭ মার্চ কুয়েতের উদ্দেশ্যে ফ্লাইট ধরবেন ফুটবলাররা। কুয়েতের মাঠে প্রতিপক্ষ ফিলিস্তিনের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর বাছাইপর্বের (দ্বিতীয় রাউন্ড) ম্যাচ খেলবে বাংলাদেশ।

সৌদি আরবের আল-তায়েফের আবাসিক ক্যাম্পে প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। অনুশীলন ম্যাচের প্রথমটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এই ম্যাচগুলোর কোনোটিতেই জিততে না পারলেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অনেক ইতিবাচক কিছু পেয়েছে বলে জানান। তিনি বলেন, ‘সুদানের বিপক্ষে দুটি ম্যাচ থেকেই আমরা খুবই ইতিবাচক বিষয় অর্জন করেছি। শারীরিক দিক থেকে সুদান প্রায় ফিলিস্তিনের মতোই একটি দল। তাদের বিরুদ্ধে লড়াইয়ে শারীরিক দিক থেকে আমাদের অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। ম্যাচ পরিস্থিতি সামাল দিতে আমরা হিমশিম খেয়েছি কিন্তু দল দারুণ লড়েছে। এখানে আসার আগে আমরা যে অবস্থায় ছিলাম এখন তার চেয়ে অনেক ভালো দল আমরা। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য আমাদের প্রস্তুতিটাও ভালোই হলো।’

২১ মার্চ কুয়েতের কেন্দ্রীয় ভেন্যুতে ফিলিস্তিনের বিপক্ষে বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-ফিলিস্তিন দ্বিতীয় লেগের অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে।

সম্পর্কিত খবর