অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দুইয়ে উঠল বার্সা
স্প্যানিশ লা লিগার ম্যাচে রবিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদিকে টপকানো কঠিন হলেও চলতি মৌসুমে চমক দেওয়া দল জিরোনাকে বেশ স্বাচ্ছন্দ্যেই পিছনে ফেলল কাতালানরা।
এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখাচ্ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে ম্যাচের প্রথমার্ধের শেষভাগে এসে নিজেদের পারফরম্যান্সের তাল হারায় স্বাগতিকরা। ৩৮তম মিনিটে লেভানডোভস্কির বাড়ানো বল নিজের সাবেক ক্লাবের জালে প্রবেশ করান জোয়াও ফেলিক্স। সম্মান প্রদর্শন করে গোলের পরও কোনো সেলেব্রেশন করেননি ফেলিক্স।
বিরতির পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে আঘাত হানেন স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে চাপমুক্ত খেলা প্রদর্শন করতে থাকে বার্সা। দলের হপ্যে তৃতীয় এবং শেষ গোলটি আদায় করেন ফারমিন লোপেজ। লেভানডোভস্কির বাড়িয়ে দেওয়া বল লাফিয়ে উঠে হেডের মাধ্যমে জালে জড়ান তিনি।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৬৪ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো বার্সা। সমান ম্যাচ খেলে ৭২ পয়েন্টের সঙ্গে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ।