পয়েন্ট হারিয়ে অবনমন শঙ্কায় নটিংহাম ফরেস্ট

পয়েন্ট হারিয়ে অবনমন শঙ্কায় নটিংহাম ফরেস্ট

আর্থিক আইন ভঙ্গ করায় এভারটনের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এবার পয়েন্ট কর্তনের মুখে পড়ল নটিংহাম ফরেস্ট। চলতি মৌসুমে আর্থিক এই গরমিলের কারণে শাস্তিস্বরূপ ক্লাবটির ৪ পয়েন্ট কেটেছে লিগ কর্তৃপক্ষ। এতে আরও বড় ক্ষতির মুখে পড়েছে ইংলিশ ক্লাবটি। পয়েন্ট কাঁটায় লিগের অবনমন অঞ্চলে চলে গেছে তারা। 

গতকাল (সোমবার) এক বিবৃতিতে নটিংহামের শাস্তিস্বরূপ পয়েন্ট কর্তনের বিষয়টি জানায় প্রিমিয়ার লিগ। 

প্রিমিয়ার লিগে এলোমেলো এক সময় পার করছে ক্লাবটি। সবশেষ চার ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি নুনো এস্পিরিতোর দলটি। পয়েন্ট কাটার আগে লিগের ২৯ ম্যাচে ক্লাবটির পয়েন্ট ছিল ২৫ এবং লিগ তালিকায় ১৭ নম্বর অবস্থানে ছিল তারা। তবে পয়েন্ট কাটার পরে বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে তালিকায় ১৮ নম্বরে নেমে অবনম্ন অঞ্চলে চলে গেছে নটিংহাম। 

নটিংহামের আগে চলতি মৌসুমেই গত ডিসেম্বরে পয়েন্ট কাটার শাস্তি পেয়েছিল এভারটন। শুরুতে ১০ পয়েন্ট কাটা হয়েছিল ক্লাবটির। তবে আপিলের পর তা নেমে এসেছিল ৬ পয়েন্ট। এদিকে মৌসুমে দ্বিতীয় দল হিসেবে এমন শাস্তি পাওয়া নটিংহামেরও সুযোগ থাকছে আপিল করার। 

সম্পর্কিত খবর