ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় আটক ৪ ফুটবলার

ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় আটক ৪ ফুটবলার

আর্জেন্টিনায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেশটির প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেস সার্সফিল্ডের চার ৪ ফুটবলারের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওই চার ফুটবলারকে আটক করেছে দেশটির পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে তাদের।

আটককৃত ওই চার ফুটবলার হলেন, ক্লাবটিতে খেলা উরুগুয়ের গোলরক্ষক সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেন্টিন, আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রায়ার্ন কুফ্রে ও স্ট্রাইকার অ্যাবিয়েল।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, গত ৩ মার্চ দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১২০০ কিলোমিটার দূরের তুকুমানের একটি হোটেল কক্ষে গোলরক্ষক সোসা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষায় তিনি সেখানে যান। সেই কক্ষে আরও তিনজন ফুটবলার ছিলেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এসময় ওই চার ফুটবলারের সঙ্গে মদ্য পান করেন তিনি। পরে মাথা ঘোরালে একটি বিছানায় শুয়ে পড়েন তিনি। আর এই সুযোগেই তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগটি অবশ্য এরইমধ্যে প্রত্যাখ্যান করেছেন সোসা। এমন কিছুই ঘটেনি বলে দাবি করেছেন উরুগুয়ের এই গোলরক্ষক। অবশ্য তিনি এমন দাবি করলেও, অভিযুক্ত চার ফুটবলারকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করেছে ভেলেস সার্সফিল্ড। অভিযুক্ত ওই চার ফুটবলারকে আটক করে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

সম্পর্কিত খবর