ফিলিস্তিন ম্যাচে রক্ষণ সামলানোয় মনোযোগ বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করেছে হাভিয়ের কাবরেরার দল। সৌদিতে ক্যাম্প শেষে ম্যাচের আগে কুয়েতেও নিজেদের মানিতে নিতে অনুশীলন করেছে জামাল-তপু বর্মণরা। লম্বা সময় ধরে প্রস্তুতি নিলেও ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না বাংলাদেশের জন্য তা মনে করিয়ে দিয়েছেন রক্ষণভাগের ফুটবলার তপু বর্মণ।
সৌদি থেকে কুয়েতে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের থেকে বিশেষ অভ্যর্থনা পেয়েছে ফুটবলাররা। প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা ও দূতাবাসের কর্মকর্তাদের অভ্যর্থনায় মুগ্ধ তপু। ম্যাচের দিনও তাদের মাঠে আসার আকুতি জানিয়েছেন তপু, ‘কুয়েতের মাটিতে পা রেখে যে উষ্ণ অভিনন্দন আমরা পেয়েছি তা অবিশ্বাস্য। এমন আতিথেয়তা আমাদের জন্য অনেক বড় বিষয়। আশা করব, ম্যাচের দিন আপনারা মাঠে এসে আমাদের এমনভাবেই সমর্থন যোগাবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের হতাশ না করতে।’
সৌদির অনুশীলন শেষে কুয়েতে প্রস্তুতি। দলের বর্তমান ফুটবলারদের সবাই কেমন আছেন; সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন তপু, ‘সৌদি আরবে আমাদের খুব ভালো ক্যাম্প হয়েছে। এটা ২১ তারিখে ফিলিস্তিনের ম্যাচের জন্য খুব প্রয়োজনীয় ছিল। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি বিষয় আছে। সৌদি আরব ও কুয়েতে সন্ধ্যার পরে প্রায় একই রকম আবহাওয়া। আমাদের আজকের অনুশীলনটি খুব হাই ইনটেনসিটি অনুশীলন ছিল। একদিন বিরতির পর এর খুব দরকার ছিলে আমাদের শরীরের জন্য এবং ভ্রমণজনিত অলসতা দূর করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ফিট আছি।’
শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ফিলিস্তিন। ফিফায় বাংলাদেশের র্যাংক যেখানে ১৮৩, সেখানে ফিলিস্তিনের অবস্থান তালিকার ৯৭ নম্বরে। তাই ফিলিস্তিনকে আটকাতে হলে যা বাড়তি দায়িত্ব নিতে হবে রক্ষণভাগকে সেটা ভুলে যাননি তপু।
তপু বলেন, ‘আমাদের সামগ্রিকভাবে রক্ষণের দিকে মনোযোগ দিতে হবে। আমরা ডিফেন্ডাররা জানি আমাদের কী করতে হবে। সে অনুযায়ী কোচও আমাদের পরিকল্পনা দিয়েছে। ফিলিস্তিন কী পরিমাণ শক্তিশালী দল তা আমরা জানি। ওদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের আছে। আমার মনে হয় মূল দায়িত্ব আমরা যারা রক্ষণে আছি তাদেরকেই নিতে হবে।’