সাবেক মেসি সতীর্থের এক বছরের জেল
কর ইস্যুতে বরাবরই কঠোর অবস্থান স্পেনের। দেশটির ক্লাবে খেলতে গিয়ে প্রায়শই কর ফাঁকির অভিযোগে জরিমানা কিংবা হাজতবাস পর্যন্ত খাটতে হয় ফুটবলারদের। ফের তেমন ঘটনা ঘটেছে মেসির সাবেক বার্সা সতীর্থ আরদা তুরানের সাথে। কর ফাঁকির অভিযোগে এক বছরের জেল দেওয়া হয়েছে তুর্কির এই মিডফিল্ডারকে।
অবশ্য শাস্তি হিসেবে জেল হলেও জরিমানা দিলে জেল হাজতের বাইরে কাটাতে পারবেন তিনি। কেননা দেশটির আইন অনুযায়ী, দুই বছরের নিচে কারাদণ্ড পেলে সেটি বাতিল করা যায়।
তুরানের বিপক্ষে অভিযোগ, ২০১৫ সালে অ্যাতলেটিকে মাদ্রিদ থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর ২০১৮ সাল পর্যন্ত খেলার সময় কর ফাঁকি দিয়েছেন তিনি। যে কারণে তাকে ৬ লাখ ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
অবশ্য এর আগেও এমন কর ফাঁকির মামলায় জরিমানা গুনতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারের মতো তারকাদের। বাদ যাননি কোচ জোসে মিরিনহো কিংবা কার্লো আনচেলত্তির নামও। কদিন আগেই নতুন করে কর ফাঁকির মামলা হয়েছে রিয়াল কোচ আনচেলত্তির বিপক্ষে।