ভিডিও কলে হালান্ডকে চমকে দিলেন জন সিনা

ভিডিও কলে হালান্ডকে চমকে দিলেন জন সিনা

কদিন আগেই অস্কারের মঞ্চে নগ্ন হয়ে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তিগীর জন সিনা। এবার ফের নতুন রূপে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডের সামনে ভিডিও কলে হাজির হলেন জন সিনা। তাতেই ভড়কে গেছেন হালান্ড। যেন ক্যামেরার বিপরীত পাশেও বসে আছেন তিনিই।

মূলত, আগামী মৌসুমের পাক প্রস্তুতির অংশ হিসেবে জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফর করবে ম্যানচেস্টার সিটি। যেখানে খেলবে ৪টি ম্যাচ। সেই ম্যাচগুলোর প্রচারণার অংশ হিসেবেই সিটি তারকা হালান্ডের সঙ্গে জুটি বেধেছেন যুক্তরাষ্ট্রের ১৬ বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন জন সিনা।

সিটির যুক্তরাষ্ট্র সফরের সেই প্রচারণায় দু’জনকে দেখা গেছে ভিডিও কলে। যেখানে শুরুতে ভিডিও কল দিয়ে ক্যামেরার অন্যপ্রান্তে কাউকে দেখতে পাচ্ছিলেন না হালান্ড। খানিক পর দেখা যায় বিপরীত পাশে বসে আছেন আরেক হালান্ড। তাতেই ভড়কে যান হালান্ড। শুরুতে হতবাক হ্যালান্ড জন সিনাকে দ্রুত এটি বন্ধ করতে বলেন। পরে অবশ্য খানিকটা ধাক্কা খেয়ে বুঝতে পারেন জন সিনা তার মতো করে সেজেছে। তখন অবশ্য পরচুলায় তাকে ভালো মানিয়েছে বলেও হাস্যরস করতে দেখা গেছে দু’জনকে।

সেই ভিডিওতে হালান্ড জন সিনাকে নিশ্চিত করেছেন, আসন্ন মৌসুম শুরুর আগে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফর করবে তার দল ম্যানচেস্টার সিটি। সফরে নিউইয়র্ক, চ্যাপেল হিল, কলম্বাস এবং অরল্যান্ডোতে ভ্রমণ করবে পেপ গার্দিওলার শিষ্যরা।

যেখানে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকের বিপক্ষে ২৩ জুলাই চ্যাপেল হিলে একটি ম্যাচ খেলবে সিটি। এরপর ২৭ জুলাই নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ইতালীয় জায়ান্ট এসি মিলানের মুখোমুখি হবে ম্যান সিটি।

যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় ম্যাচ আগামী ৩০ জুলাই। যেখানে গার্দিওলা তার সাবেক দল বার্সেলোনার বিপক্ষে মাঠে নামাবে সিটিকে। এরপর ৩ আগস্ট এক লাখ দর্শক ধারণক্ষমতার ওহাইও স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দল চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করবে ম্যানচেস্টার সিটি।

সম্পর্কিত খবর