চোট কাটিয়ে ফেরার আগেই ফের চোটে কোর্তোয়া

চোট কাটিয়ে ফেরার আগেই ফের চোটে কোর্তোয়া

গত বছরের আগস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই চোট সারিয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। ধরনা করা হচ্ছিল খুব শিগ্রই রিয়ালের হয়ে গোলবারের নিচে দাঁড়াবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। মাঠে নামার আগেই ফের চোটে পড়েছেন বেলজিয়ান এই গোলরক্ষক। বাম হাঁটুর চোট সারার পর এবার ডান হাঁটুর চোটে পড়েছেন কোর্তোয়া।

মঙ্গলবার রিয়ারের অনুশীলনে হাঁটুতে চোট পান কোর্তোয়া। যা পরবর্তীতে পরীক্ষা শেষে জানা যায়, ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরেছে কোর্তোয়ার। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর খরব অনুযায়ী, যা সারিয়ে ফের মাঠে ফিরতে কমপক্ষে ৬-৭ সপ্তাহ সময় লাগবে কোর্তোয়ার। রিয়াল গোলরক্ষকের চোট প্রসঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, চোট পেয়ে কাঁদতে কাঁদতে অনুশীলন গ্রাউন্ড ছেড়েছেন কোর্তোয়া।

কোর্তোয়ার চোট নিয়ে বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদও। যেখানে বলা হয়েছে, ‘পরীক্ষা শেষে জানা গেছে, কোর্তোয়ার ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরেছে।’ এই চোট সারিয়ে মাঠে ফিরতে কতদিন লাগবে সেটি অবশ্য জানায়নি ক্লাবটি। তবে কোর্তোয়াকে নিশ্চয় শেষ পর্যন্ত মাঠে ফেরাতে চাইবে রিয়াল।

কেননা, আগামী ৯ ও ১৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে রিয়ালকে। দলের সবচেয়ে কঠিন এই ম্যাচের আগে এমন ধাক্কা রিয়ালকেও বেশ ভাবাচ্ছে। আর তাই কোর্তোয়ার সার্ভিস পেতে চাইবে তারা। তবে শেষ পর্যন্ত কোর্তোয়া ফিরতে না পারলে বেশ বিপদেই পড়তে হবে রিয়ালকে।

 

সম্পর্কিত খবর