অলিম্পিকে কঠিন গ্রুপে আর্জেন্টিনা, স্বস্তিতে ফ্রান্স-স্পেন
অলিম্পিকের ফুটবল ইভেন্টের গত দুই আসরেই স্বর্ণ জিতেছে ব্রাজিল। আসন্ন ২০২৪ আসরে তাই দলটি ছিল টানা তৃতীয় স্বর্ণের অপেক্ষায়। তবে সেই স্বপ্নে পড়েছে ভাটা। গেল মাসে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল পর্বেই পৌঁছাতে পারেনি ব্রাজিল। এদিকে কঠিন সেই বাঁধা পেরিয়ে মুল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
তবে কঠিন বাঁধার এখানেই শেষ নয়। ২০২৪ অলিম্পিকের গ্রুপ পর্বের শক্ত পরীক্ষার সামনে মেসির আর্জেন্টিনা। কেননা সেখানে প্রতিপক্ষ হিসেবে মরক্কো, ইউক্রেনের মতো শক্তিশালী দলগুলোকে পেয়েছে তারা।
গতকাল (বুধবার) প্যারিসের পালস বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় ২০২৪ অলিম্পিকের ফুটবল ইভেন্টে ছেলে ও মেয়েদের দলগুলোর ড্র। সেখানে গ্রুপ ‘বি’-তে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপটির বাকি তিন দল মরক্কো, ইউক্রেন ও এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল।
এদিকে তুলনামূলক সহজ গ্রুপেই জায়গা মিলেছে ফ্রান্স ও স্পেনের। গ্রুপ ‘এ’-তে ফ্রান্সের সঙ্গে জায়গা মিলেছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। এবং শেষ দলটি এএফসি ও সিএএফের মধ্যে প্লে–অফের জয়ী দল। স্বাগতিক দল এবং সহজ গ্রুপ, সব মিলিয়ে শুরুটা বেশ দাপুটেই হতে যাচ্ছে ফ্রান্সের।
গ্রুপ ‘সি’-তে স্পেনের সঙ্গে আছে মিশর, ডমিনিকান রিপাবলিক এবং এএফসি কোয়ালিফায়ার-২ খেলে আসা দল। সবশেষ গ্রুপ ‘ডি’-তে আছে প্যারাগুয়ে, মালি ও ইসরাইল। চতুর্থ দলটি আসবে এএফসি কোয়ালিফায়ার-১ জিতে।