ফিলিস্তিন ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী জামাল
দুই দলের শক্তিসামর্থ্যের পার্থক্যটা বিস্তর। বাংলাদেশ যেখানে আছে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮৩তম স্থানে, সেখানে ফিলিস্তিনের অবস্থান ৯৭তে। তবু ফিলিস্তিনের বিপক্ষে ইতিবাচক পারফর্ম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
২ মার্চ থেকে দলটা অনুশীলন করেছে সৌদি আরবের মাটিতে। সেখান থেকে কুয়েতে গিয়েও দুটো অনুশীলন সেশন পেয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ দল।
জামাল জানালেন, এবার ফলাফল দেওয়ার পালা। তিনি বললেন, ‘আমরা ২ মার্চ শুরু করেছি, ক্যাম্পটা অনেক লম্বা ছিল। ফলাফলটা কালকে আমাদের দেখাতে হবে। আমার বিশ্বাস সে ফলাফলটা ভালো হবে, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। ক্যাম্পের প্রতিটা সদস্য তাদের কাজটা বেশ ভালোভাবে করছে। কাল আমাদের মাঠে সেটা করে দেখাতে হবে, কারণ দিনটাকে নিজেদের দিন করে নিতে হবে আমাদের।’
কাজটা অবশ্য সহজ নয়। প্রতিপক্ষ যে এশিয়া কাপের নকআউটে খেলা এক দল! তবে এরপরও নিজেদের ওপরে বিশ্বাসটা রাখছেন জামাল। বললেন, ‘আমাদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ। আমরা জানি ফিলিস্তিন দারুণ পারফর্ম করছে শেষ কিছু দিনে। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর, আমরা যা করছি তার ওপর। সেখানে লক্ষ্যটা রাখতে হবে। কাল কাজটা সহজ হবে না আদৌ। তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, বিশ্বাস করতে হবে যে আমরা পারবো। ইন শা আল্লাহ, আমরা ইতিবাচক ফলাফলের জন্যই খেলব।’