ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন জামাল
ফিলিস্তিনে ইসরায়েলি উপস্থিতি নতুন কিছু নয় মোটেও। তবে গেল বছর ৭ অক্টোবর থেকে তা যেন নতুন এক রূপই পেয়েছে। সে দিন থেকে ২০ মার্চ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিন আন্তর্জাতিক মহল থেকে সরাসরি সাহায্য না পেলেও সহানুভূতি পাচ্ছে প্রচুর। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও তাদেরই একজন। জানালেন, ফিলিস্তিনের এমন পরিস্থিতি দেখে মন কাঁদে তারও।
এমন কথা বলার কারণ ফিলিস্তিনের বিপক্ষেই আজ মাঠে নামছে বাংলাদেশ। তার আগে চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন জামাল। তার জবাবে তিনি জানান, ‘আমরা দেখছি ইসরাইল ফিলিস্তিনের মধ্যে কী চলছে। আমরা এ বিষয়টাতে বেশ দুঃখিতও।’
এরপরই জানিয়েছেন, মাঠে নিজেদের কাজের প্রতি নিবেদনের কথা। ম্যাচে যখন মাঠে নামবেন, সেসব রাখবেন মাঠের বাইরেই। জামাল বলেন, ‘ফুটবলার হিসেবে আমাদের কাজ হচ্ছে মাঠে মনোযোগ দেওয়া, নিজেদের কাজটা দেখা; ফুটবল পিচের বাইরে কী হচ্ছে, তাতে মনোযোগ না দেওয়া। এটাই আমাদের কাজ।’
ম্যাচটা হবে কুয়েতের মাটিতে। নিজের মাঠে ফিলিস্তিন খেলতে পারে না আজ অনেক দিন ধরেই। যে কুয়েতে খেলা হবে আজ, সেখানে আবার হাজারো বাংলাদেশির বসবাস। ফিলিস্তিনের বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটায় সে প্রবাসী বাংলাদেশীদের সমর্থন চাইলেন জামাল।
বললেন, ‘অবশ্যই আমি চাইব আমার বাংলাদেশী মানুষরা আমার দেশকেই সমর্থন দেবে। আমি জানি কুয়েতে এমন অনেকেই থাকবে যারা বাংলাদেশ থেকে এসেছে। আমি আশা করব তারা এখানে আসবে আর আমাদের সমর্থন দেবে। হ্যাঁ আর সব দেশ হয়তো ফিলিস্তিনকে সমর্থন দেবে, সে দেশটাতে যা চলছে, তার কারণে। তবে আমার মানুষজন শুধু আমাদের দেশকেই সমর্থন করুক, এটাই চাইব।’