এভাবে ধসে যাবে বাংলাদেশ, কল্পনাও করেননি কাবরেরা

এভাবে ধসে যাবে বাংলাদেশ, কল্পনাও করেননি কাবরেরা

ফিলিস্তিনের বিপক্ষে আশা খুব বেশি কিছু ছিল না। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া বলছিলেন ইতিবাচক ফলাফলের কথা। গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কোচ অধিনায়কের সে প্রত্যাশার ধারেকাছেও খেলতে পারেনি বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছে দলটা। 

অথচ শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল বাংলাদেশের! শুরুর ৪০ মিনিট লড়ছিল ফিলিস্তিনের চোখে চোখ রেখে। একটু এদিক ওদিক হলে গোলও পেয়ে যেতে পারত বাংলাদেশ। 

তবে ৪৩ মিনিটে যেই না গোল হজম করল একটা, এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল কাবরেরার দল। এভাবে ভেঙে পড়বে দল তা কল্পনাও করেননি স্প্যানিশ এই কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই। ’

প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো সুযোগ দিয়েছে প্রতিপক্ষকে। যার ফল এমন হার। কোচ কাবরেরা জানালেন, ভুলগুলো খুঁজে বের করতে হবে এখনই। 

তার কথা, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’

শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। তবে এরপরই ফিলিস্তিন ম্যাচের লাগাম হাতে নেয় দুই গোল করে। কোচ কাবরেরার চোখে ওই দুই গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’

সম্পর্কিত খবর