দুই সেঞ্চুরির দিনে বোলিংয়েও দাপট লঙ্কানদের, ৩ উইকেট নেই বাংলাদেশের
৫৭ রানে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ২৮০ রানে। দলটির বোলাররা লড়াই করার রসদ পেয়ে যায় ওখানেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। শেষ বিকেলে পাল্টা আক্রমণে বাংলাদেশকে ফেলে দিয়েছে কঠিন বিপদে। লঙ্কান পেসারদের তোপে শেষ দশ ওভারে ৩২ রান তুলতেই ৩ উইকেট খরচ করে ফেলেছে বাংলাদেশ। সফরকারীদের থেকে এখনও পিছিয়ে ২৪৮ রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম।
অথচ সিলেটে স্বপ্নের মতো একটা দিন কাটানোর পূর্বাভাস দিচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৫৭ রানেই সাজঘরে পাঠিয়ে ছিল লঙ্কানদের পাঁচ ব্যাটারকে। এরপর শূন্য রানে থাকা কামিন্দু মেন্ডিসকেও ফেরানো যেত জয় সহজ ক্যাচ মিস না করলে। সেই ক্যাচেল মাশুল বেশ হাড়েহাড়েই টের পেয়েছে বাংলাদেশ।
৫৭ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা এরপর আর কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডটাকে নিয়ে যায় ২৫৯ এ। এরপর পরের ২১ রান যোগ করে দলটি ২৮০ তে অলআউট হলেও ধনঞ্জয় ডি সিলভা ও মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে লড়াইয়ের রসদ পেয়ে যায় লঙ্কানরা। যা শেষ বিকেলে দারুণভাবে কাজে লাগিয়েছে দলটির বোলাররা।
এদিন ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গেই ব্যাট চালাচ্ছিলেন দুই ওপেনার জয় ও সিলেটের ছেলে জাকির হাসান। তবে তাদের মনঃসংযোগে বিগ্ন ঘটতে সময় লাগল না খুব বেশি। বিশ্ব ফার্নান্দোর ইনসুইংয়ে বল আঘাত হানল জাকিরের পায়ে। আউটের আঙুল দেখালেন আম্পায়ার। জাকির রিভিউ নিলেও কাজ হলো না। এরপর উইকেটে নামেন অধিনায়ক নাজমুল শান্ত।
যাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ক্রিকেটারদের। কেননা, নিজের খেলা সবশেষ ৬ টেস্ট ইনিংসের মধ্যে ৩টি তেই সেঞ্চুরি করেছেন শান্ত। তাছাড়া ওয়ানডে সিরিজেও লঙ্কানদের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার হাতে তুলেছেন শান্ত। ছিল সেঞ্চুরিও। সেই তিনি এদিন ব্যাট করতে নেমে পায়ের নিচে মাটি খুঁজে পেলেন না। জাকিরের আউট যেন রিপ্লে করে দেখালেন তিনি। ফিরলেন সেই বিশ্ব ফার্নান্দোর একই রকমের একটা ইনসুইংয়ে পরাস্ত হয়ে। ১৭ রানেই নেই দুই উইকেট।
কঠিন পরিস্থিতি সামাল দিতে নামলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মমিনুল হক। তার ওপর তখন আকাশসম প্রত্যাশা। কোনো রকমে আর উইকেট না পরলে অন্তত দারুণ কিছুর আশা নিয়ে পরের দিনটা শুরু করতে পারবে বাংলাদেশ। তবে এদিন যেন তারাও ফেরার তাড়া। রাজিথার বলে উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরের পথ ধরলেন মমিনুল। ছড়াতে পারলেন না সৌরভ। নাইটওয়াচ ম্যাচ হিসেবে উইকেটে এসে ১ টা বল খেলতেই প্রথম দিনের খেলা শেষ হয়ে গেলো। তাতে বোধয় আরও উইকেট হারানো থেকে বেঁচেই গেল বাংলাদেশ।