ঢাকায় পৌঁছেছে ফিলিস্তিন দল, আজ থাকবে বিশ্রামে
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে খেলতে ফিলিস্তিন দল আজ ঢাকায় পা রেখেছে। দুই দলই সবশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। সে ম্যাচ শেষে গত রাতেই ঢাকায় পা রেখেছে।
বাংলাদেশে আসাটা ফিলিস্তিন দলের জন্য সহজ ছিল না মোটেও। ভিসা জটিলতার কারণে তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছিল বেশ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় শেষ সময়ে এসে ফিলিস্তিনের বাংলাদেশের ভিসা নিশ্চিত হয়।
গতকাল রাতে কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে দলটি। আজ সকাল সাড়ে নয়টায় ফিলিস্তিন দল এসে পৌঁছায় ঢাকায়। আজ অবশ্য কোনো অনুশীলন নেই তাদের। বাংলাদেশ রিকভারি সেশন করবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
ফিলিস্তিনকে অবশ্য কিংস অ্যারেনায় অনুশীলন করার সুযোগ দেওয়া হচ্ছে না। কাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করতে হবে তাদের। সফরকারী দল ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে ফিলিস্তিন।