‘ফাইনালে’ নামছে বাংলাদেশ
প্রেক্ষাপটটা দেখুন। ম্যাচটা জিতলে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট মিলবে। আর যদি হেরে যায় দল, তাহলে আগামী এক বছরের জন্য প্রতিযোগিতামূলক কোনো ম্যাচেই খেলা হবে না বাংলাদেশের। প্রীতি ম্যাচের ঘোলে মেটাতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচের দুধের সাধ। তাই এ ম্যাচটা শেষ কিছু দিনে যে কোনো ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনকি গেল সপ্তাহে মালদ্বীপের মাটিতে গিয়ে খেলে আসা প্রথম লেগের চেয়েও।
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা আর অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনেই এ ম্যাচটাকে দেখছেন বাড়তি গুরুত্ব দিয়ে। জামাল তো মাইক্রোফোন হাতে নিয়েই বললেন, কালকের ম্যাচটা আমাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
তার কথা, ‘কালকের ম্যাচ হবে আমাদের জন্য ম্যাচ অব দ্য ইয়ার। বড় ম্যাচ, ফাইনাল অব দ্য ইয়ার। জিততে হবে যেভাবেই হোক।’ আগামীকাল সন্ধ্যা পৌনে ছয়টায় এ ম্যাচ। দুই দলের প্রথম লেগের ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে। অ্যাওয়ে গোলের কোনো সুবিধা নেই এখন। তাই আগামী কালকের ম্যাচটা জিততেই হবে পরের রাউন্ডে যেতে হলে। ম্যাচটা যে চ্যালেঞ্জেরই হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই অধিনায়ক জামালের।
তবে নিজেদের মাঠে খেলবে বাংলাদেশ, তাই খানিকটা হলেও এগিয়ে থাকবে দল, বিশ্বাস অধিনায়কের। তিনি বলেন, ‘মালদ্বীপ নিজেদের মাঠে খুব ভালো খেললেও বাইরে ওদের দুর্বলতা বের হয়ে আসে। তা ছাড়া আমরা খেলছি নিজেদের মাঠে, এটা আমাদের সুবিধা দেবে। তাই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’