ফিলিস্তিনের জন্য সফট কর্নার থাকবেই: সোহেল
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে পুরো পৃথিবীরই চোখ এখন দেশটির দিকে। সেখানকার মানুষ সরাসরি সহায়তা না পেলেও ফিলিস্তিনের প্রতি সবার সহানুভূতি আছে ঠিকই, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়।
বাংলাদেশের ফুটবলাররাও দেখিয়েছেন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর বিশ্বনাথ ঘোষ তো সরাসরি প্ল্যাকার্ড নিয়েই মাঠে চলে এসেছিলেন, যেখানে লেখা ছিল, ‘সন্ত্রাসী ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করে দাও।’
দেশটিকে নিয়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন সহানুভূতির কথা। এবার সোহেল রানাও কথা বললেন অধিনায়কেরই সুরে। তিনি বলেন, ‘মাঠের বাইরে ওদের প্রতি আমাদের একটা সফট কর্নার থাকবেই।’
তবে সেটা মাঠের বাইরেই সীমাবদ্ধ। মাঠে দুই দল একে অপরের প্রতিপক্ষ, যেখানে সহানুভূতির জায়গা নেই একটুও। সোহেল বললেন, ‘আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। মাঠের বাইরে আবেগ থাকলেও মাঠে তেমন কিছুর সুযোগ নেই।’
আগের ম্যাচে ৫-০ গোলে হেরেছে দল। এমন কিছু হবে, ভাবতেও পারেননি সোহেল। তিনি বলেন, ‘ম্যাচ শুর হওয়ার আগে আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমাদের বিশ্বাস ছিল অন্তন এই ভাবে আমরা হারবো না। এইরকম ভাবে হারবো এটা আমরা খেলোয়াড়রাও চিন্তা করিনি। মাঝে মাঝে ছোট ছোট ভুলে বড় মাশুল দিতে হয়। আমাদের কিছু ছোট ছোট ভুল হয়েছে। ওরা সেগুলো কাজে লাগিয়েছে।’
এবার পরের ফিরতি ম্যাচের পালা। সেখানে সব ভুল শুধরে ভালো পারফর্ম করতে চায় দল, জানালেন সোহেল। তিনি বলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে কোচ আমাদের অনেক কিছুই বলেছেন। মাঠে সেই অনুযায়ি আমরা অনেক কিছুই করতে পেরেছি। আবার অনেক কিছুই হয়নি। আগের ম্যাচের ছোট ছোট ভুল গুলো শুধরে নিয়ে ঘরের মাঠে ভালো কিছু করতে চাই। কোচ আমাদের সেভাবেই তৈর করছেন। আমরা জানি ঘরের মাঠে আমরা ভালো করতে পারবো। সেই বিশ্বাস আমাদের আছে। ঘরের মাঠে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই।’