মালদ্বীপ ম্যাচে ফেরা হচ্ছে না মোরসালিনের

মালদ্বীপ ম্যাচে ফেরা হচ্ছে না মোরসালিনের

মদ কাণ্ডে ফুটবলারদের নিষিদ্ধ হওয়া নিয়ে শেষ কিছু দিনে উত্তপ্তই ছিল বাংলাদেশের ফুটবলাঙ্গন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও রিমন হোসেন এবং ফরোয়ার্ড শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজের শাস্তি হয়েছে বিভিন্ন মেয়াদে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন জিকো, তপু আর সবুজ।

তবে মোরসালিন আর রিমন বেঁচে গেছেন জরিমানা দিয়েই। নিষেধাজ্ঞা না থাকায় ম্যাচ খেলতেও কোনো সমস্যা নেই দুজনের। তবে শেষ সময়ে এসে তাদের দলে ভেড়ানোর ইচ্ছা নেই কোচ হাভিয়ের কাবরেরার। সে কথা কালই জানিয়েছেন কোচ। তবে শিগগিরই মোরসালিন দলে ফিরবেন, বিষয়টি জানান তিনি।

বলেন,  ‘যেহেতু আমাদের সামনে ভালো সুযোগ আছে, তাই ম্যাচ প্রস্তুতি ঠিকভাবে নিতে হবে। তবে মোরসালিনসহ বাকিরা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হতে হবে। তবে সেটা এই ম্যাচে না। এখানে যারা আছে আমি তাদের নিয়ে মালদ্বীপকে হারাতে চাই।’

বদলি হিসেবে যারা দলে আছেন, তারাও ভালোই খেলছেন, অভিমত জামাল ভূঁইয়ার। বাংলাদেশ অধিনায়কের ভাষ্য,  ‘আমি মনে করি, যাদের রিপ্লেস করেছে, ওরা দারুণ খেলেছে। মিতুল (প্রথম লেগে) গুরুত্বপূর্ণ কয়েকটা সেভ করেছে, শাকিল ভালো খেলেছে, টপ পারফরম্যান্স করেছে।’

তিনি আরও বলেন, ‘ফাহিম কিছুটা দুর্ভাগা, ও সুযোগ পেয়েছে, কিন্তু গোল পায়নি। আমার মনে হয়, আরেকটু হলেই ও গোল পেতে পারত। সে নিজেকে জানে এবং এটাও জানে, সে আরও ভালো খেলতে পারে। আমার এবং অন্যদের দায়িত্ব তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়া।’

মিতুল, শাকিল, ফাহিমরা আগামীকালও থাকবেন দলে, আভাসটা এমনই। তাদের কাছে দলের চাওয়াটা যে আরও ভালো ফুটবল, তা আর বলতে।

সম্পর্কিত খবর